নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা বিএনপি এর সাধারণ সম্পাদক (সেক্রেটারি) অধ্যাপক মামুন মাহমুদসহ ৪ নেতাকর্মীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়। বাকি তিনজন হলেন, বিএনপি কর্মী নাজমুল, ইয়াসিন ও রফিকুল।
সোমবার বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা বিএনপি এর সেক্রেটারিসহ ৪ জনের বিরুদ্ধে থানায় বিষ্ফোরক আইনে মামলা রয়েছে। বিক্ষোভ মিছিলের নামে আজ তারা সড়ক বন্ধ করে যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে মিছিল করার চেষ্টার সময় তাদের আটক করা হয়েছে। তারা জননিরাপত্তা বিঘ্নিত করতে চেয়েছিল।