না.গঞ্জ জেলা প্রশাসনের জা‌লে পাস‌পোর্ট অ‌ফি‌সের ২ দালাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজন দালালকে আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। সেই সাথে পাসপোর্ট অফিসের আশেপাশে গড়ে উঠা দোকানপাট আগামী এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ২০ মে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এর নেতৃত্বে পাসপোর্ট অফিস প্রাঙ্গণে ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালিত হয়।

অভিযান চলাকালে পাসপোর্ট অফিসের আশেপাশে দালালচক্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় এবং দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারার আওতায় দুইজন দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং উভয়কে ১,০০০ টাকা করে ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি, একটি পাসপোর্ট জব্দ করা হয়।এছাড়াও, পাসপোর্ট অফিসের সামনে গড়ে উঠা একাধিক অবৈধ দোকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। উক্ত দোকান সমূহকে অপসারণের জন্য এক সপ্তাহের সময়সীমা নির্ধারণ করে নির্দেশ প্রদান করা হয়। একই সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় একটি অস্থায়ী টিনের দোকান ভেকু (ভ্যাকুয়াম এক্সক্যাভেটর) ব্যবহার করে অপসারণ করা হয়।

add-content

আরও খবর

পঠিত