নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ কারাগারের লিটন হোসেন (৫৫) নামে এক হাজতী মারা গেছেন। মঙ্গলাবার দিবাগত রাত ৩টার দিকে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। লিটন এর হাজতি নম্বর ৩৫৩৬/০৮।
লিটন নগরীর দেওভোগ আখড়া এলাকার এলাকার মনির হোসেনের ছেলে । সিদ্ধিরগঞ্জ থানার মাদক মামলায় আটকের পর আদালত তাকে চলতি বছরের ১১ মার্চ কারাগারে পাঠায়।
কারাগারের আসার আগেই সে দুইবার স্ট্রোক করেছিলো বলে জানা গেছে। এছাড়া তার হার্টের ভাল্বেও সমস্যা রয়েছে। কারাগারে আসার পর কারাগারের ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হয়েছে, এরপর ভিক্টোরিয়া হাসপাতালে এবং ঢাকায় এনআইসি তে কয়েকবার চিকিৎসা করিয়েছে কারাগার কর্তৃপক্ষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, রাতে জেলখানায় লিটন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান। লিটন হার্টের রোগী ছিলেন। লিটন অসুস্থ্য জেনে সবসময়ই তাঁর পরিবারের সদস্যরা খোঁজখবর রেখেছেন। আমরা লিটনকে চিকিৎসা করাচ্ছি এটি সম্পর্কেও অবগত তাঁর পরিবার। লিটনের লাশ সুরতহালের জন্য হাসপাতালেই রাখা হয়েছে। লিটনের পরিবারের সদস্যদের মধ্যে তাঁর স্ত্রী ও ভাই হাসপাতালে আছেন বলে জানানা জেল সুপার। লিটনের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জ থানা পৃথক তিনটি মাদক মামলা রয়েছে।
লিটনের স্ত্রী জানান, তিনি হার্টের রোগী ছিলেন। কারাগারে তাঁর চিকিৎসার জন্য প্রতিমাসে ২০হাজার টাকা পাঠানো হতো। লাশ ময়নাতদন্তের পর আমরা লাশ নিয়ে যাবো।