নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর নগরী নারায়ণগঞ্জ ও চট্রগ্রামকে নীট ওয়্যারের স্বর্গ বানানোর ঘোষণা দিয়েছেন নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি বলেছেন, আমরা নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা খুব কষ্ট করে উঠে এসেছি। হোসিয়ারী থেকে পরে বৃহৎ আকার দিয়ে নীটওয়্যার জন্ম হয়েছে। আমরা ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় আমরা বিকেএমইএ এর সৃষ্টি করেছি।
চট্রগ্রামের মানুষ যদি গহর জামিলকে সহযোগীতা করে তাহলে আমরা আশা করছি চট্রগ্রামে নদীর পাড়ে ২০২০ সালের মার্চ মাসের মধ্যেই বিকেএমইএ এর নিজস্ব ভবন নির্মাণের জন্য আমরা জমি পাবো এবং ডিসেম্বরের মধ্যে ভবন গড়ে তুলতে পারবো। যার ফলে চট্রগ্রামেও নীট ওয়্যার বৃহৎ আকার ধারন করবে। নারায়ণগঞ্জ ও চট্রগ্রামকে নীট ওয়ারের স্বর্গরাজ্য বানাতে পারবো। আমরা ঢাকা ও নারায়ণগঞ্জের মানুষ যা পারিনি চট্রগ্রামে গহর সিরাজ জামিল সেটা করে দেখিয়েছেন। আগামীতে চট্রগ্রাম থেকেই প্রথম সহ সভাপতি প্রার্থী দেওয়া হবে তিনি ঘোষণা দেন।
বিকেএমইএর ২০১৯-২০২১ এর পরিচালনা পর্ষদকে শনিবার (১৬ নভেম্বর) রাত ৮টায় চট্রগ্রামের পতেঙ্গায় বুট ক্লাবে বিকেএমইএ এর চট্রগ্রাম অঞ্চলের সকল সদস্যদের পক্ষ থেকে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত সংবধনা অনুষ্ঠানে টানা পঞ্চম বারের মত সংগঠনটির সভাপতি নির্বাচিত হওয়া বিকেএমইএ এর চট্রগ্রামের সদস্যরাবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সেলিম ওসমানকে ফুলে তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংবধনা শেষে জাদু পরিবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনা করেন সঙ্গীত শিল্পী নাবিলা।
আলোচনা সভায় চট্রগ্রামের উদ্যোক্তারা নীটওয়্যার সেক্টরে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানে বিকেএমইএ ও বিজিএমইএ নেতৃবৃন্দদের একত্রে সরকারের সাথে আলোচনায় বসার আহবান রাখেন।
পরিপ্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান বলেন, শুরু থেকেই আমরা বিকেইএমইএ, বিজিএমইএ ও বিটিএমইএ এর একত্রিত ভাবে কাজ করে আসছি। যেকোন সমস্যায় আমরা সরকারের সাথে আলোচনায় বসে সমাধানের চেষ্টা করেছি। বর্তমান বিদ্যমান সমস্যা নিয়েও প্রয়োজনে আমরা সরকারের সাথে আলোচনায় বসে সমাধানে চেষ্টা করবো। বর্তমান সরকার শিল্প ও ব্যবসা বান্ধব সরকার। আমরা আশা করবো সরকারের দেশের ব্যবসা-বাণিজ্যের স্বার্থ রক্ষায় অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ্য করতে গিয়ে তিনি বলেন, আমরা মোটা ভাত আর মোটা কাপড়ের দাবীতে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। বাংলাদেশে যদি স্বাধীন না হতো তাহলে হয়তো আজকে আমাদের পাকিস্তানীদের গোলামী করতে হতো। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মোটা ভাত আর মোটা চালের দাবীতে স্বাধীন হওয়া দেশ আজ মাথা উচু করে দাড়িয়েছে। আজকে আমরা বস্ত্র বন্ধ করে দিলে বিশ্বের অনেক দেশের মানুষের বস্ত্র পড়া কষ্ট হয়ে যাবে। আমাদের দেশের কোটি কোটি মানুষ অন্য শ্রম দিয়ে অন্য দেশ গুলোকে টিকিয়ে রেখেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ব্যবসা বাণিজ্যে পরিবেশ তৈরি করে দিয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে। তাই এই সরকারের আমলে ব্যবসায়ীদের কোন আন্দোলনের প্রয়োজন হবেনা, আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে।
বিকেএমইএ এর তৃতীয় সহ সভাপতি গহর সিরাজ জামিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর নির্বাহী পরিচালক আকতার হোসেন অপূর্ব।
সভাপতির বক্তব্যে গহর সিরাজ জামিল বলেন, আমি সৌভাগ্যবান চট্রগ্রামে সবাইকে আনতে পেরেছি এবং সেজন্য চট্রগ্রামে বিকেএমইএর নিজস্ব ভবন হওয়ার মত বৃহৎ ঘোষণা আমরা পেয়েছি এবং সেটি বাস্তবায়িত হবে। এ.কে.এম সেলিম ওসমান শুধু বিকেএমইএ এর নেতা নন উনি পুরো আরএমজি সেক্টর কে সারাবিশ্ব জুড়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। উনার সাথে কাজ করে আমরা অনেক কিছু শিখছি। বিশেষ করে নতুন বাজার সৃষ্টিতে উনার গৃহিত উদ্যোগ অত্যন্ত প্রসংশীয়। উনার বলিষ্ঠ নেতৃত্বে আমি বিশ্বাসী। সেই সাথে আমি বলবো, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রূপকল্প ২০২১ এর বাস্তবায়নের স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নে সেলিম ওসমানের হাত ধরে নীটওয়ার তথা আরএমজি খাত সব থেকে বেশি ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।
পরিচালনা বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রথম সহ সভাপতি মোহাম্মদ হাতেম, দ্বিতীয় সহ সভাপতি অমল পোদ্দার, সহ সভাপতি(অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক আবু আহম্মেদ সিদ্দিক, মনসুর আহম্মেদ, ফজলে শামীম এহসান, জিএম ফারুক, মোস্তফা জামাল পাশা, আশিকুর রহমান, খন্দকার সাইফুল ইসলাম, মোস্তফা মনোয়ার ভূইয়া, তারিক আজিজ, রাজিব দাস সুজয়, শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, সেলিম মাহবুব নাসিমুল তারিক মঈন, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, কবির হোসেন, মোহাম্মদ হাসান, আহম্মদ নূর ফয়সাল, মির্জা মোহাম্মদ আকবর আলী চৌধুরী, ইমরান কাদির তূর্য, মজিবুর রহমান।
উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে চট্রগ্রামের পতেঙ্গায় অবস্থিত বুট ক্লাবে বিকেএমইএ তৃতীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক সভায় চট্রগ্রামে বিকেএমইএ এর নিজস্ব ভবন নির্মাণের জন্য ৭ কোটি টাকা বরাদ্দ প্রাথমিক ভাবে বরাদ্দ দেওয়া হয়। আগামী ৩০ ডিসেম্বর বিকেএমইএ এর এজিএম অনুষ্ঠানে এর চূড়ান্ত অনুমোদন প্রদান করা হবে। উক্ত বরাদ্দকৃত অর্থ বিকেএমইএ এর চট্রগ্রাম শাখার জন্য ব্যাংকে এফডিআর করা রাখা হবে।