নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ ইয়াং ক্লাব ও মো. গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৩০ টি পরিবার কে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকালে উত্তর চাষাড়া চাঁনমারী এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এসয় উপস্থিত ছিলেন, মো. গোলাম সারোয়ার মানব কল্যান ট্রাস্ট এর সপ্নদ্রষ্টা, যুব লীগ নেতা এম.ডি মিশুয়েল ও এস এম রিপন হোসেন।
যুবলীগ নেতা এম ডি মিশুয়েল ও এস এম রিপন বলেন, কে কী করছে তা বড় বিষয় না আপনি আমি নিজ থেকে কী করছি সেটাই হলো কথা। আর যদি বিত্তবানরা সাহায্যের হাত বারিয়ে দেয় তাহলে আর নারায়ণগঞ্জে কেউ না খেয়ে কষ্ট করতে হবে না ইনশাআল্লাহ। আমরা সে বড় লোকদের বিবেক কে জাগ্রত করতেই একে পর এক সেচ্ছায় নিজেদের সামর্থ অনুযায়ী কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনে আমরা আরও কিছু করবো। সবাই কে বলবো আপনারা এগিয়ে আসুন, আপনার দেওয়া ১ কেজী চাউলও হতে পারে একটা পরিবারের এক বেলা খাবার।
এছাড়াও উপস্থিত ছিলেন, মো. গোলাম সারোয়ার মানব কল্যান ট্রাস্ট এর প্রতিষ্টাতা উদ্যেক্তা, ফতুল্লা থানা যুব লীগ নেতা শেখ আক্তার হোসেন, নারায়ণগঞ্জ ইয়াং ক্লাব এর প্রতিষ্ঠাতা এস এম রিপন হোসেন, যুবলীগ নেতা ইভান, জুনায়েদ শামীম, সিয়াম, সাইফুল, সুমন, শাহরিয়ার আহমেদ, কাইয়ুম, মাইন, শুভ, হিমেল, ফয়সাল, বিপ্লব, সোহান, প্রমুখ।