না.গঞ্জ আইনজীবী নির্বাচনে আওয়ামী লীগ ১৬, বিএনপি পন্থি ১ প্রার্থীর জয়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ১৬জন পদ প্রার্থী এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী সমন্বয় পরিষদের কার্যকরি সদস্য ১জন প্রার্থী বিজয় লাভ করেছে। মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১টায় এ ফলাফল ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার এড. সামসুল ইসলাম ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ সভাপতি রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগ সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, স্বেচ্ছা সেবক লীগ মহানগরের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক ফারুক আহম্মেদ শাহেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন সহ আরো অনেকেই।

এরআগে সোমবার (৩০ জানুয়ারী) বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বার ভবনের দ্বিতীয় তলায় সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। এতে ১৬টি পদে বিজয় লাভ করে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। আর ১টি পদে বিএনপি সমর্থিত জাতিয়াতাবাদী আইনজীবী ফোরামের কার্যকরি সদস্য আদনান মোল্লা গৌরবময় বিজয় লাভ করেন। বংশ পরম্পরায় আদনানের পিতা এবং বড় ভাই আইনজীবী পেশায় নিয়োজিত আছেন।

এবার মোট ১১৫১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ১০৮২ জন, অনুপস্থিত ৬৯জন। সকাল থেকেই নির্বাচনের পরিবেশ শান্তিপূর্নভাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৪জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ১৭ জন এবং বিএনপি সমর্থিত নীল প্যানেলের ১৭ জন প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করেন। আইনজীবীদের নির্বাচনকে কেন্দ্র করে দিনব্যপী আদালতপাড়ায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেলে সভাপতি পদে এড. হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ-সভাপতি পদে এড. আলাউদ্দিন আহমেদ, সহ- সভাপতি পদে এড. রবিউল আমিন রনি, সাধারণ সম্পাদক পদে এড. মুহাম্মদ মোহসীন মিয়া, যুগ্ম সম্পাদক পদে এড. কামাল হোসেন, কোষাধক্ষ্য পদে এড. মো. স্বপন ভূঁইয়া, আপ্যায়ন সম্পাদক পদে এড. অঞ্জন কুমার দাস, লাইব্রেরী সম্পাদক পদে এড. মো. এরশাদুজ্জামান ইমন, ক্রীড়া সম্পাদক পদে এড. আব্দুল মান্নান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. রাজিয়া আমিন কাঞ্চি, সমাজ সেবা সম্পাদক পদে এড. মানজুদুল রশিদ রিফাত ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এড. নারায়ণ চন্দ্র সাহা, এড. নুরী নাজমুল আমিন, এড. আলী আকবর, এড. হালিমা আক্তার ও এড. ফাহিমা রহমান পায়েল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

অন্যদিকে, বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলে সভাপতি পদে এড. আহসান হাবীব শাহিন, সিনিয়র সহ-সভাপতি পদে এড. সুমন মিয়া, সহ-সভাপতি পদে এড. জুবের আলম জীবন, সাধারণ সম্পাদক পদে এড. এইচ এম আনোয়ার প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. জাহিদুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ পদে এড. শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, আপ্যায়ণ সম্পাদক পদে এড. আসমা হেলেন বিথী, লাইব্রেরী সম্পাদক পদে এড. মো. রোকন উদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে এড. রাসেল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক পদে এড. গোলাম সারোয়ার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে এড. হাবিবুর রহমান হাবিব, কার্যকরী সদস্য পদে এড. ফাতেমা খাতুন, এড. আবুল কালাম আজাদ, এড. মোহাম্মদ সুমন মিয়া, এড. আদনান মোল্লা, এড. সাজিয়া আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনার হিসেবে আরো দায়িত্ব পালন করছেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম এবং এড. সুখ চাঁদ সরকার ।

add-content

আরও খবর

পঠিত