না.গঞ্জে হেরোইন সহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : নারায়নগঞ্জ ক্যাম্পের  একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন ৫ নং ঘাটস্থ (আমঘাট) বটতলায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২১ পুড়িয়া হেরোইনসহ মাদক বিক্রেতা মো. আসলাম হোসেন (৪২) ও মো. হারুন (৪০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা আরলাম মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের ভাগ্যকুল এলাকার আশু মিস্ত্রীর ছেলে, হারুন একই জেলার সদর থানাধীন লক্ষিগঞ্জ এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।

র‌্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ৫নং ঘাট বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১ পুড়িয়া হেরোইর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সমূহের আনুমানিক মূল্য ৪২০০ /-(চার হাজার দুইশত ) টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয় এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে মাদক বিক্রয় করিয়া আসিতেছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়নগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রহিয়াছে।

add-content

আরও খবর

পঠিত