না.গঞ্জে লুন্ঠিত অস্ত্র ১০ আগস্টের মধ্যে জমা দিতে ডিসির আদেশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, পুলিশের বিশেষ ইউনিটে হামলা চালিয়ে লুটপাট করা অস্ত্র ও গোলাবারুদ আগামী ১০ আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক৷ নির্ধারিত সময়ের মধ্যে এসব অস্ত্র ও গোলাবারুদ জমা দিলে তাদের বিরুদ্ধে কোনো প্রকার আইনগত ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি৷

বুধবার (৭ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান তিনি৷তিনি লুট করা সকল অস্ত্র সেনাবাহিনীর নিকস্থ ক্যাম্পে জমা প্রদানের নির্দেশ দিয়েছেন৷ নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে পরবর্তীতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র কারও পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার দাবিতে আন্দোলন চলাকালীন এবং শেখ হাসিনার পদত্যাগের পর জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চলে৷

এ সময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বাহিনীর কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়৷ আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অস্ত্র জমাদানের এ নির্দেশ দেওয়া হয়েছে৷

add-content

আরও খবর

পঠিত