না.গঞ্জে মোবাইল কোর্টে ৬০ মামলা, অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলার ৩টি থানায় মোবাইল কোর্ট পরিচালনায় ৬০টি মামলা ও ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৮ই জুলাই বুধবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এতে অংশ নেন জেলার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম, সাইদুর রহমান হিমু, আবদুল মতিন খান, সানজিদা আক্তার, নাসরিন আক্তারসহ অন্যান্যরা।

জানা গেছে, নারায়ণগঞ্জের সদর, ফতুল্লা, ও সিদ্ধিরগঞ্জ থানায় ২৩টি মোবাইল কোর্ট এর টিম কাজ করেন। করোনা সংক্রমন ঠেকাতে দিনব্যাপী কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বিভিন্নস্থানে অবস্থান নেন। এ সময় অপ্রয়োজনে বাহিরে বের হওয়া অনেককেই বাড়িতে ফিরিয়ে দেয়া হয়েছিল। করা হয় আর্থিক জরিমানা। তবে কাউকে শাস্তি সরূপ কোনো কারাদন্ড দেননি। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিভিন্ন পরামর্শ দেন তারা

add-content

আরও খবর

পঠিত