নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা থেকে চট্টগ্রামগামী বুলেট ট্রেন চলাচলের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা অংশের রেল লাইনের কাজ শুরু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ফতুল্লার সীমান্তবর্তী স্থানে দুই চিনা ইঞ্জিনিয়ার ও বাংলাদেশের ৫ নির্মাণ কর্মীকে মাটির সয়েল টেস্ট করতে দেখা যায়।পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ৩১ মে বাংলাদেশ রেলওয়ে চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশন ও মজুমদার এন্টারপ্রাইজের সাথে একটি চুক্তি করে। প্রস্তাবিত হাই-স্পিড ট্রেন লাইনের ডিজাইন ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য এই চুক্তি করা হয়। এই ট্রেন টঙ্গি-ভৈরব থেকে ভায়া হয়ে যাওয়ার পরিবর্তে নারায়াণগঞ্জ দিয়ে যাবে। বর্তমান ঢাকা-চট্টগ্রাম ট্রেন লাইনের দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার। তবে প্রস্তাবিত বুলেট ট্রেনের দৈর্ঘ্য হবে ২৩০ কিলোমিটার।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (পরিকাঠামো) বলেন, নতুন এই রুট ও ট্রেন চালু হলে তা রেলওয়ের আয় বাড়াতেও বেশ সহযোগিতা করবে। এই বুলেট ট্রেন চলবে ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার গতিতে। বাংলাদেশের বর্তমান আন্ত:নগর ট্রেনগুলোর গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার।
বুলেট ট্রেনের কল্যাণে ইউরোপে ইতোমধ্যেই ট্রেন যাত্রা প্লেনের যাত্রার চেয়ে দ্রুত গতির। প্রতিবেশি ভারতেও এখন অনেক চালু হয়েছে বুলেট ট্রেন। বাংলাদেশেও অবশেষে আসছে বুলেট ট্রেন। বুলেট ট্রেনের এই প্রকল্প আগামী ২০২২ সাল নাগাদ শেষ হবে। ফলে ২০২২ সাল থেকেই ঢাকা-চট্টগ্রামগামী যাত্রীরা পাচ্ছে বুলেট ট্রেন।