নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ঘূর্ণিঝড় ফণীর প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের স্থলপথে ও নদী বন্দরে। শনিবার (৪ মে) সকাল থেকেই বিভিন্ন স্থানে বাস-মিনিবাস, টেক্সি, মাইক্রোবাস সহ যান চলাচল বন্ধ দেখা গেছে। এছাড়াও নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী পারাপারের ঘাটগুলোতে নৌযান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হয়েছেন কর্মজীবী যাত্রীরা। তবে পরবর্তীতে ঝুঁকি নিয়েই নদী পারাপারে কিছু ট্রলার চালু করা হয়েছে।
শনিবার (৪ মে) ভোর থেকেই শীতলক্ষ্যায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল সাড়ে ৯টায় ঘাটগুলোতে নদী পারাপারের জন্য কিছু ট্রলার চালু করা হয়েছে। এক নম্বর সেন্ট্রাল খেয়াঘাটের পরিদর্শক দিদার খন্দকার জানান, ফণীর প্রভাবে ভোর থেকেই শীতলক্ষ্যা নদী উত্তাল। সে কারণে ঘাটে ট্রলার ও নৌকা চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে সকাল সাড়ে ৯টায় যাত্রীদের সুবিধার্থে ঝুঁকি নিয়েই ঘাটের ২০ টি ট্রলার চালু করা হয়েছে। এতে প্রায় ৫০ হাজার যাত্রী পারাপার হতে পেরেছেন। যদি আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলে ট্রলার চলাচল অব্যাহত থাকবে। ঘাটের দুই পাশেই নদী পারাপারে সতর্কাবস্থানে রয়েছেন ১৫ জন সেচ্ছাসেবী কর্মী।
নৌকা চলাচলের বিষয়ে তিনি জানান, ফণীর প্রভাবে প্রচণ্ড বাতাস বইছে। যার কারণে নৌকায় নদী পার হতে আধা ঘণ্টারও বেশি সময় লাগছে। তাই ভোগান্তি কমাতে মাঝিরা নৌকা কম চালাচ্ছেন।
এদিকে ফণীর কারণে নগরীতে বাস চলাচল করছে কম। আর এতে দুর্ভোগের শিকার হয়েছেন কর্মজীবী যাত্রীরা। অনেকে নিজ কর্মস্থলে বের হলেও কেউ আবার বাড়ি ফিরে যাচ্ছে। আবার কেউ কেউ এর মধ্যেই ছুটছে নানা কৌশলে। শনিবার (৪ মে) সকাল থেকেই সরেজমিনে দেখা যায় বাসের সংখ্যা কম। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে কর্মজীবীরা অফিসগামী বাসের জন্য অপক্ষো করছে।