না.গঞ্জে পুলিশের বাধায় ছত্রভঙ্গ বিএনপির বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (  নিজস্ব প্রতিবেদক ) : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা প্রদান । পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচী । এ সময় ছত্রভঙ্গ হয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা। তবে কোনো ধরপাকড়ের ঘটনা ঘটেনি। আজ ৫ মার্চ শনিবার  বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত করেন। কিছুক্ষণ পর সেখানেও পুলিশ গিয়ে উপস্থিত হন এবং টহল দেন।

এ ব্যাপারে থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল জানান, আমরা গণদাবির একটি কর্মসূচিতে জনগণের পক্ষে কথা বলতে গিয়ে সরকারের পেটোয়া বাহিনীর বাধায় পড়েছি। তারা আমাদের কোনোভাবেই কর্মসূচি পালন করতে দেয়নি। আমরা যেখানেই জড়ো হয়েছি সেখানেই তারা বাধা দিয়েছে। তবে বাধা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দমানো যাবে না।

এ বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, জেলা প্রশাসনের কোনো অনুমতি না নিয়ে সড়ক অবরোধ করে সড়কে সভা করায় তাদের সরিয়ে দেওয়া হয়। অনুমতি নিয়ে সভা করতে বলা হয়েছে ।

add-content

আরও খবর

পঠিত