না.গঞ্জে ন্যায় প্রতিষ্ঠা করতে আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ সংবাদদাতা ) : নারায়ণগঞ্জে জমি দখলকারী, সন্ত্রাস মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে অসহায়দের পাশে দাড়িয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ আসনের এমপি .কে.এম শামীম ওসমান। ২৮শে জানুয়ারি বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ আইনজহীবী সমিতি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মোহসিনমাহবুব প্যানেলের পূর্ণ বিজয় ঘোষণার পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শামীম ওসমান আরো বলেন, নারায়ণগঞ্জে বেশীর ভাগ সমস্যার সমাধান হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও পেয়ে গেছি। এখন বাকি রয়েছে মেডিক্যাল কলেজ, শুধু চিকিৎসাসেবার ব্যবস্থা করাটা খুবই দরকার। ন্যায় বিচারের জন্য আদালত প্রাঙ্গন একটি পবিত্র জায়গা। আইনজীবীদের কাছে আমার অনুরোধ থাকবে যারা নির্বাচিত হয়েছেন যারা হন নাই, নারয়ণগঞ্জে ন্যায় প্রতিষ্ঠায় আপনারা কাজ করবেন। নারায়ণগঞ্জকে সুন্দর করার জন্য, মাদক, সন্ত্রাস যেক্নো অন্যায়অবিচার থেকে মানুষকে রক্ষা করার জন্য সকল আইনজীবীরা কাজ করবেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পুনরায় মুহাম্মদ মোহসীন মিয়া মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন। এডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া এডভোকেট মাহবুবুর রহমান এর নেতৃত্বে পূর্ণ প্যানেলে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ১৭ জন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেছে ২৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর পর মধ্যে রাত ১২টায় ভোট গণনা শেষে বার ভবনেদ্বিতীয় তলায় নির্বাচনেরচুড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. শামসুল ইসলাম ভূঁইয়া তিনি জানান, মোট ভোটার ১০২১ জন এবং ভোট কাস্ট হয়েছে ১০০৪টি

তাছাড়া এদিকে কারচুপির অভিযোগ এনে এই ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান সংবাদিকদের বলেন, তারা এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন৷ পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন৷

জেলা আইনজীবী সমিতির নির্বাচিতরা হলেন, সভাপতি পদে এড.মুহাম্মদ মোহসীন মিয়া (৭৩৪ ভোট), সাধারণ সম্পাদক পদে এড. মাহবুবুর রহমান (৬৯১ ভোট), সিনিয়র সহ সভাপতি পদে এড. বিদ্যুৎ কুমার সাহা (৬৫৯ ভোট), সহ সভাপতি পদে এড. বরুন চন্দ্র দে (৬০৩ ভোট), যুগ্ম সম্পাদক পদে এড.রবিউল আমিন রনি (৬৮০ ভোট), কোষাধ্যক্ষ পদে এড.মনিরুজ্জামান কাজল (৬৮৪ ভোট), আপ্যায়ন সম্পাদক পদে এড মো.স্বপন ভূঁইয়া (৬৩০ ভোট), লাইব্রেরী সম্পাদক পদে এড. মাহমুদুল হক মমিন (৭০৬ ভোট), ক্রীড়া সম্পাদক পদে এড.সাজ্জাদুল হক সুমন (৬৫০ ভোট), সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে এড. মোহাম্মদ আসাদুর রহমান বিপ্লব (৬৬৩ ভোট), সমাজ সেবা সম্পাদক পদে এড. ইসরাত জাহান ইনা (৬৬৫ ভোট) আইন মানবাধিকার সম্পাদক পদে এড.নুসরাত জাহান তানিয়া (৬০৬ ভোট) এবং সদস্য পদে এড. রোমানা আক্তার (৭০৬ ভোট), এড.আবু তাহের তালুকদার (৫০৭ ভোট), এড.কামরুল হাসান (৬১২ ভোট), এড. সিরাজুল হক মিলন (৫৫৮ ভোট) এবং এড. শরিফুল ইসলাম (৫৬৫ ভোট) তারা সকলেই আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থী। অপরদিকে নির্বাচনে পরাজিত ১৭ প্রার্থীই বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের। এই প্যানেল থেকে নির্বাচনে ভোট পেয়েছেন সভাপতি পদে এড.সরকার হুমায়ুন কবীর (২৪২ ভোট), সাধারণ সম্পাদক পদে এড.কামাল হোসেন মোল্লা (২২০ ভোট), সিনিয়র সহসভাপতি পদে এড.মানিক মিয়া (৩১৯ ভোট), সহসভাপতি পদে এড.আনোয়ারুল আলম রিপন (৩৭৮ ভোট), যুগ্ম সম্পাদক পদে এড.সালাহউদ্দিন ভূইয়া সবুজ (২৯৮ ভোট), কোষাধ্যক্ষ পদে এড.জাহিদুল ইসলাম মুক্তা (২৯৮ ভোট), আপ্যায়ন সম্পাদক পদে এড. জাহিদুর রহমান (৩৪৩ ভোট), লাইব্রেরি সম্পাদক পদে এড.মহসীন শেখ (২৭২ ভোট), ক্রীড়া সম্পাদক পদে এড.গোলাম সারোয়ার (৩২১ ভোট), সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান (২৯৭ ভোট), সমাজসেবা সম্পাদক পদে এড.আসমা হেলেন বিথি (৩০২ ভোট), আইন মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে এড.আমিনুল ইসলাম (৩০৭ ভোট) এবং সদস্য পদে এড. মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ (২৯৪ ভোট), এড.হাবিবুর রহমান (৪৫৯ ভোট), এড. আসিয়া সুলতানা জেমী (৪০৩ ভোট), এড.হাফিজুর রহমান মাসুদ (৩৪৭ ভোট) এবং জামান হোসেন (৩২৫ ভোট) নির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে অংশগ্রহণ করেছেন এড.জসিম উদ্দিন

এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসব মুখর শান্তিপূর্ণভাবে আইনজীবী সমিতির নির্বাচন শুরু হয়। সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের নির্বাচনে দুই প্যানেলের ৩৪ জন এবং এক স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৫ জন অংশগ্রহণ করেন। নির্বাচন উপলক্ষে এমপি শামীম ওসমান, এমপি লিয়াকত হোসেন খোকা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার, জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদসহ বড় দুটি দলের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ আদালতপাড়ায় নিজ প্যানেলের পক্ষে উৎসাহ যোগান।

এছাড়া নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অন্যান্যদের মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি, বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন এর নিবার্হী কমিটির সদস্য নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল, পাবলিক প্রসিকিউটর ( পি.পি) এড. ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নারায়ণগঞ্জ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দনশীল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ বারের সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী (বিরু), নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়াত আলম সানি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি জেলা আওয়ামী যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু, ফতুল্লা থানা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুনরায় বক্তাবলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদারনারায়ণগঞ্জে নারী সংরক্ষিত সাবেক মহিলা এমপি হোসনে আরা বাবলী সহ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগের বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন।

তবে নির্বাচনী ফলাফলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী হন। এবারের আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এড.শামসুল ইসলাম ভূঁইয়া। এছাড়া বাকি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, এড. আশরাফ হোসেন, এড. মেরিনা বেগম, এড. আব্দুর রহিম এবং এড. সুখচাঁদ সরকার। আপিল বোর্ডে রয়েছেন, এড.এমদাদুল হক তারাজ উদ্দিন, এড.হুমায়ুন কবির আহমেদ এবং এড.বুলবুল আহমেদ।

add-content

আরও খবর

পঠিত