নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা কমে হয়েছে ১৫ জন। জেলায় গত ২৪ ঘন্টার মধ্যে নতুন করে কোন মৃত্যু নেই । প্রাণঘাতী এই করোনা ভাইরাসে মারা গেছেন মোট ১২৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৭২ জন। জেলায় আক্রান্তের অধিকাংশ সুস্থ হয়েছেন। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে মোট সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ হাজার ২৬১ জন। ২১ জুলাই মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রে আরো জানা যায়, এই পর্যন্ত জেলায় মোট ৩০ হাজার ১৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে বন্দর উপজেলায় ২ জন, নারায়ণগঞ্জ সিটি এলাকায় ৬ জন, রুপগঞ্জ উপজেলায় ১ জন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলায় আক্রান্ত হয়েছে আরও ৬ জন। তবে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়নি আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলায়।
এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৭, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৩, সোনারগাঁও উপজেলায় ১৭ জন। পুরো জেলায় ১২৪ জন।