নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : গোপালগঞ্জের আরুক মুন্সী হঠাৎ দেখলে মনে হবে অবিকল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ! চেহারা, পোশাক, বেশভুষায় বঙ্গবন্ধুর সঙ্গে অনেক মিল। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের প্রত্যন্ত কামারোল গ্রামের এক মুসলিম পরিবারে ১৯৬৯ সালের ৬ জুলাই জন্মগ্রহণ করেন। নড়াইলের লোহাগড়া উপজেলার চর সুচাইলে স্থায়ী বসবাস। বাবা জহুর মুন্সি ও মা ময়না খাতুন। চাকরির কারণে তিন ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন ঢাকার হাতিরপুল পাওয়ার হাউস এলাকায়। ১৯৯৩ সাল থেকে গাড়ি চালক পদে চাকরি করেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (ডিপিডিসি)। অষ্টম শ্রেণি পাস বলে নিয়মিত চাকরিতে পদোন্নতি পাননি তিনি। সুযোগ পেলেই আরুক মুন্সী ছুটে যান টুঙ্গিপাড়ায়, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশোর সহ জীবনের লম্বা সময় কেটেছে সেখানে ।
বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি গোপালগঞ্জের আরুক মুন্সী নারায়ণগঞ্জে এসে মেয়র আইভীর উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে এসে মেয়র আইভীর উন্নয়ন কর্মকান্ড দেখে খুব ভাল লাগছে। আওয়ামীলীগের নেতৃত্বে মেয়র আইভীর মত নেতৃত্ব সারা দেশে গড়ে উঠুক, তাহলেই জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অগ্রযাত্রার বাংলাদেশ গড়ে উঠবে বলে এমন প্রত্যাশা করি।
৯ আগস্ট শুক্রবার রাত ৮ টায় নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের আমন্ত্রনে নারায়ণগঞ্জে এসে আরুক মুন্সী নগরীর শেখ রাসেল পার্ক পরিদর্শন করে এসব কথা বলেন।
এর আগে অরুক মুন্সী আহাম্মদ আলী রেজা উজ্জলের সাথে কুশলবিনিময় করেন। তারপর আহাম্মদ আলী রেজা উজ্জ্বল আরুক মুন্সীকে দেওভোগ শেখ রাসেল নগর পার্ক ঘুরিয়ে দেখান।
তাছাড়া এ সময় আহাম্মদ আলী রেজা উজ্জল আরুক মুন্সীকে তার আমন্ত্রনে নারায়ণগঞ্জে আসার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জের যুবলীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যেতে একযোগে কাজ করছে। মেয়র আইভীর উন্নয়ননূলক কার্যক্রমে যুবলীগের নেতৃবৃন্দ সব সময় পাশে আছে।
পরে আরুক মুন্সী উপস্থিত গন্যমাধ্যমকর্মীদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পাশে জনগনকে সব সময় থাকার জন্য আহবান জানিয়ে নিজের ব্যাক্তিগত জীবনের কথা তুলে ধরে বলেন, তার পিতা সব সময় মানুষের জন্য কাজ করতে আদেশ দিতেন। আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে মানুষের সেবায় কাজ করে যাব।
তিনি আরো বলেন, এর আগে যখন নারায়ণগঞ্জে এসেছি যেসব মাটির রাস্তা দেখেছি। আস এসে দেখলাম আগের সেই নারায়ণগঞ্জ আর নেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভী উন্নয় করে আগের নারায়ণগঞ্জের চেহারা বদলে দিয়েছে। এমন মেয়রের এমন নেতৃত্ব আগামীতে নারায়ণগঞ্জের আরো উন্নয়ন হবে।
এ সময় মহানগর যুবলীগের নেতৃবৃন্দ মেয়াজ্জেম হোসেন লাভলু, ফাইজুল ইসলাম রুবেল সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।