নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফিলিং স্টেশনে গ্রাহকদেরকে পরিমাপের চেয়ে কম তেল দিয়ে প্রতারণা করার দায়ে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৭ আগস্ট রবিবার দুপুরে ফতুল্লা থানাধীন এলাকার বিভিন্ন জ্বালানী তেলের স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহ-পরিচালক মো. সেলিমুজ্জামান।
এসময় পঞ্চবটি এলাকার মেসার্স মোজাফফর আলী এন্ড সন্স, প্রধান সিএনজি এন্ড ফিলিং স্টেশন, পাগলা এলাকার এ বি এন্ড সন্স এবং আলীগঞ্জের জননী ফিলিং স্টেশনকে অভিযান শেষে সতর্ক করা হয়েছে। এছাড়াও আলিগঞ্জ এলাকায় অবস্থিত মের্সাস জননী ফিলিং স্টেশনে ৫ লিটার ডিজেলে ২৩০ মিলি লিটার কম পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৭ ও ৪৮ পৃথক ধারায় জরিমানা আরোপ করা হয়।
জানা গেছে, বিভিন্ন সময়ই ফিলিং স্টেশনগুলো থেকে তেল ক্রয় করে প্রতারণার শিকার হয়ে থাকেন ভোক্তারা। প্রতি লিটার জ্বালানি তেলে কোথাও ৫০ মি.লি. কোথাও ১২০ মি.লি. পর্যন্ত পরিমাপে ঠকানো যেন কিছু অধিক মুনাফা লোভী ব্যবসায়ীদের রোজকার ব্যাপার। আর এ নিয়ে গ্রাহকদের একাধিক অভিযোগসহ ফিলিং স্টেশন কিংবা খুচরা বিক্রেতাদের সাথে দ্বন্দ্বে জড়াতেও দেখা গেছে।
এদিকে, ঘোষণা অনুযায়ী তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এমনিতেই ক্ষোভে ফুঁসছেন বিভন্ন মোটরযান মালিকরা। গেল শুক্রবার (৫ আগস্ট) এ খবর ছড়িয়ে পড়লে কোন প্রকার নোটিশ ছাড়া তেলের পাম্পগুলো বন্ধ করে রাখা হয়। নির্দেশনা অনুযায়ী নতুন মূল্য দিবাগত রাত ১২ টার পর কার্যকর হবে বলে এর ২ ঘন্টা আগেই তেল দেয়া থেকে বিরতি নেয় তারা। পরে অনেকেই বাধ্য হয়ে বেশী টাকা দিয়ে তেল নিলেও পরিমাপে চুরির বিষয়টি টের পেয়ে যায়। এরপরই পরিমাপ যাচাই করতে স্টেশনে থাকা চোঙ্গায় তেল নিতে চাইলে জনৈক গ্রাহককে দেয়া হয়নি। আর এ নিয়ে একটি ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটিও হয়। এসব সার্বিক বিষয় তুলে ধরে নারায়ণগঞ্জ জেলার সর্বাধিক প্রচারিত একটি পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল।
এরই সূত্র ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ ওই ৪টি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে। ওইসময় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয় প্রতারণার দায়ে কঠোর সর্তক বানি। তবে অন্যরা কৌশলে রক্ষা পেলেও আলিগঞ্জ এলাকায় অবস্থিত মের্সাস জননী ফিলিং স্টেশনে তেল বিক্রিতে কারচুপির বিষয়টি ধরা পড়ে যায়। সেখান থেকে ৫ লিটার ডিজেলে ২৩০ মিলি লিটার তেল কম পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৭ ও ৪৮ ধারায় ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহ পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, আমরা অনেক সময়ই এরকম অভিযোগ শুনে থাকি গ্রাহকদেরকে পরিমাপের চেয়ে কম তেল দিয়ে ঠকাচ্ছে ফিলিং স্টেশনগুলো। তাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম সফিকুজ্জামান স্যারের নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ সদর উপজেলায় অবস্থিত বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছি। আভিযানকালে ৪ টি ফিলিং স্টেশনে অভিযান শেষে সতর্ক করে দিয়েছি। এর মধ্যে আলীগঞ্জ এলাকায় অবস্থিত মের্সাস জননী ফিলিং স্টেশনে ৫ লিটার ডিজেলে ২৩০ মিলি লিটার কম পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৭ ও ৪৮ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ অভিযানে উপস্থিত থেকে সার্বিক ভাবে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি টিম, পরিবেশ অধিদপ্তর ও ক্যাব এর প্রতিনিধি।