নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গণঅভ্যূথানে ক্ষতিগ্রস্থদের মাঝে ২ কোটি ৫২ লাখ টাকা আর্থিক অনুদান হিসেবে চেক ও সঞ্চয়পত্র প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বুধবার ৩০ এপ্রিল বিকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
এতে অংশ নিলে ২১২জন আহত সি ক্যাটাগরীর জুলাই যোদ্ধাদের হাতে ১ লক্ষ টাকা অনুদানের চেক এবং শহীদ ৪টি পরিবারকে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র তুলে দেন উপস্থিত অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে্যাট নিলুফা ইয়াছমিন, অতিরিক্ত পুলিশ সুপার প্রসিকিউশন ইব্রাহীম হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াত ইসলামী কর্ম পরিষদের কেন্দ্রীয় সদস্য মঈনুদ্দিন আহামদ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান, গণ অধিকার পরিষদের জেলার সহ সভাপতি মেহেবুবা আক্তার সহ অন্যান্যরা।