নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স ৫৭ বছর। জেলায় নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা ২২ জন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১২৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৪১ জন। জেলায় আক্রান্তের অধিকাংশ সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়ে ফিরেছেন ৫ হাজার ৯৬ জন। ১৯ জুলাই রবিবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রে আরো জানায়, জেলায় এই পর্যন্ত মোট ২৯ হাজার ৭৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আড়াইহাজারে ৫, বন্দরে ৫, সিটি করপোরেশন এলাকায় ৩, সদরে ৭ ও সোনারগাঁয়ে ২ জন। এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৬৭, সদরে ২৩, সোনারগাঁয়ে ১৭, রূপগঞ্জে ১০, বন্দরে ৩ ও আড়াইহাজারে ৪ জন।