না.গঞ্জে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত বেড়ে ২২ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। তার বয়স ৪৬ বছর। তিনি সোনারগাঁয়ে গ্রীন চাইল্ড কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আবু নাছের লিঠু। জেলায় অন্যদিকে নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২২ জন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১২৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৫২ জন। জেলায় আক্রান্তের অধিকাংশ সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৬১৪ জন। ৫ আগস্ট বুধবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রে আরো জানায়, জেলায় এই পর্যন্ত মোট ৩২ হাজার ৫৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি (এনসিসি) এলাকায় ১০ জন, রুপগঞ্জ উপজেলায় ৭ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪ জন এবং সোনারগাঁ উপজেলায় আরও ১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । তবে গত ২৪ ঘন্টায় আড়াইহাজার উপজেলা ও বন্দর উপজেলায় নতুন করে নমুনা সংগ্রহ হয়নি ।

এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৭, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৩, সোনারগাঁও উপজেলায় ২০ জন। পুরো জেলায় ১২৭ জন।

add-content

আরও খবর

পঠিত