নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭৫ বছর। তিনি সোনারগাঁয়ের শম্ভুপুরা এলাকার বাসিন্দা। জেলায় নতুন করে করোনা রোগী শনাক্ত আরো ১৭ জন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১২৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৮০ জন। জেলায় আক্রান্তের অধিকাংশ সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়ে ফিরেছেন ৫ হাজার ৪৯৬ জন। ৩০ জুলাই বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রে আরো জানায়, জেলায় এই পর্যন্ত মোট ৩১ হাজার ৮৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলায় ১ জন, নারায়ণগঞ্জ সিটি এলাকায় ১১ জন, রুপগঞ্জ উপজেলায় ৩ জন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলায় আক্রান্ত হয়েছে আরও ২ জন। তবে গত ২৪ ঘন্টায় নতুন করে বন্দর উপজেলায় ও সোনারগাঁ উপজেলায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়নি ।
এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৭, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৩, সোনারগাঁও উপজেলায় ১৯ জন। পুরো জেলায় ১২৬ জন।