না.গঞ্জে এসএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ৯ পরীক্ষার্থী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে  ৯ জন  পরীক্ষার্থী  অনুপস্থিত ছিল। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ৭ জন এবং মাদরাসা শিক্ষা বোর্ডে ২ জন। সোমবার (৪ ফেব্রুয়ারি)  সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় এসব পরীক্ষার্থী অংশ নেয়নি। জেলা প্রশাসকের শিক্ষা ও আইসিটি শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, এসএসসি পরীক্ষার বিষয় ছিলো শারীরিক শিক্ষা, স্বাস্থ্যেবিজ্ঞান ও খেলাধূলা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) এবং দাখিলে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন কারিগরি বোর্ডের কোনো পরীক্ষা ছিল না।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, তৃতীয় দিনে মাধ্যমিক স্কুল সাটর্ফিকেট পরীক্ষা (এসএসসি) ও দাখিল পরীক্ষায় মোট উপস্থিত ছিল ৫ হাজার ৪৭ জন এবং মোট অনুপস্থিত ছিল ৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে এস এস সি পরীক্ষায় উপস্থিত ছিল ২ হাজার ৫শত ২৮ জন এবং অনুপস্থিত ছিলো ৭ জন, দাখিল পরীক্ষায় উপস্থিত ছিল ২ হাজার ৫১৯ জন এবং অনুপস্থিত ছিল ৯ জন পরীক্ষার্থী।

উল্লেখ্য, এবার নারায়ণগঞ্জ জেলা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪০টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ১শত ৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।  এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৩০ হাজার ১শত ৭৭ জন,  দাখিলে  ২ হাজার ৬শত ৮১ জন এবং ভোকেশনালে  ১ হাজার ২শত ৪৭ জন পরীক্ষার্থী ।

add-content

আরও খবর

পঠিত