নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে রূপগঞ্জের মুড়াপাড়া কেন্দ্রে একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। অনুপস্থিত ছিল ১২৫ জন। যার মধ্যে এসএসসিতে ১০৩ জন, দাখিলে ৮ জন ও ভোকেশনালে ১৪ জন। মোট পরীক্ষার্থী উপস্থিত ছিল ৩১ হাজার ১১৯৬ জন।
জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার কর্মকর্তা মো. হানিফ জানান, চলতি বছরে ২৩টি কেন্দ্রে ৩০ হাজার ১৭৭ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নেয়। ৭টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ২ হাজার ৬৮১ জন। ১০টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ১ হাজার ২৪৭ জন।
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।