না.গঞ্জে ঈদের জামাত আদা‌য়ে মুস‌ল্লি‌দের ঢল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জে হাজার হাজার মুসল্লির সমাগমে পবিত্র ঈদ-উল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট সোমবার সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স নিয়ে বৃহৎ আকারে এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

দেখা যায় সকাল থেকেই মুসল্লিরা দলে দলে ঈদগায় ময়দানে আসতে শুরু করে। তাদের আগমনে ধী‌রে ধী‌রে ঈদগা মাঠ ও  সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে  এর দুটো স্থানই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। বৃহৎ আকারে এই ঈদ জামাতটি সকাল ৮ টায় নগরীর নূর মসজিদের ঈমাম আব্দুস সালাম জামাতের ইমামতি করেন।

তাছাড়া এর আগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান ও জেলা প্রশাসক জসিম উদ্দিন মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরে ঈদের জামাত শেষে তারা সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের জামাতের আগে নারীদের ঈদ জামাত ব্যবস্থা সম্প‌র্কে শামীম ওসমান বলেন, দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জবাসীকে নিয়ে দেখা বৃহত্তর ঈদ জামাতের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। ইনশা আল্লাহ আগামীতে আমাদের মা-বোনদের জন্যও ঈদ জামাতে আলাদা ব্যবস্থা করা হবে।

ঈদ জামাতকে কেন্দ্র করে রাত থেকেই পুলিশ, র‌্যাব, বিজিবি, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঈদগাহের নিরাপত্তার ময়দানের আশপাশে অবস্থান নেন। প্রবেশ পথে তল্লাশির পাশাপাশি সাদা পোশাকেও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল।

এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তানভির আহমেদ টিটু, সাংসদ শামীম ওসমান এর পুত্র অয়ন ওসমান, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ীসহ হাজার হাজার বৃহত্তম ঈদ জামাতে মুসল্লিরা অংশ নেন।

প্রসঙ্গত, ঈদ জামাতের স্থানে প্রায় দুই লাখ বর্গফুটের স্টিল স্ট্রাকচারের প্যান্ডেল নির্মিত ছিল। মদিনার আদলে মাঠটি সাজানো হয়েছে। চারদিকে খচিত রয়েছে পবিত্র কোরআন ও হাদিসের বাণী। বৃষ্টি হলেও যাতে মুসল্লিদের কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছিলো।

add-content

আরও খবর

পঠিত