না.গঞ্জে আলোচিত সেই মেয়র প্রার্থী বাবু’র মনোনয়নপত্র সংগ্রহ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আলোচিত সেই মেয়র প্রার্থী পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জয় বাংলা নাগরিক কমিটির কামরুল ইসলাম বাবু। আজ ৯ই ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে তার পক্ষে জয় বাংলা নাগরিক কমিটির সদস্যরা জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহকালে সংগঠনটির মো. জাহিরুল ইসলাম মোল্লা সাগর, মানজিল হোসেন, আমিনুর রহমানসহ কয়েকশ সদস্য উপস্থিত ছিলেন।

জয় বাংলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ জানান, কামরুল ইসলাম বাবুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির।এ সময় হুমায়ুন কবীর গণমাধ্যকর্মীদের বলেন, আগামী ১৩ ডিসেম্বর জয় বাংলা নাগরিক কমিটি সংবাদ সম্মেলন করবে। ১৪ ডিসেম্বর আমরা কামরুল ইসলাম বাবুকে নিয়ে আড়ম্বরপূর্ণ আয়োজন করে মনোনয়নপত্র জমা দেব। ১৫ ডিসেম্বর থেকে আমাদের সুপারিশ নিয়ে বাবু নির্বাচন করবেন।

প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

add-content

আরও খবর

পঠিত