নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : মরণঘাতি করোনা ভাইরাসের প্রার্দুভাবে আবারো নারায়ণগঞ্জের আদালত পাড়ায় মাস্ক না পড়ে খোলামেলা চলাচল করার অপরাধে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযান চালিয়ে ১০ জন পথচারীকে ১ শত টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সাধারণ মানুষকে সচেতন করতে ১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় ভিপি শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় রেভিনিউ ডেপুটি কালেক্টর শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, প্রবাসী কল্যান শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার, শিক্ষা ও রেডিও শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার ও পুলিশ লাইন এ কর্মরত এস আই মো. নুরুজ্জামান ও প্রমুখ।
উল্লেখ্য, এর আগে এই মাসের ১০ আগস্ট সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আদালত পাড়ায় সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার না করায় ২ আইনজীবী ও আওয়ামীলীগ নেতাসহ ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের ৫ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তারা হলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম, ফারজানা আক্তার, পলাশ কুমার দেবনাথ, কামরুল হাসান মারুফ ও নাছরিন আক্তার।
এ সময় মাস্ক না পড়ে খোলামেলা চলাচল করার অপরাধে অ্যাডভোকেট. আব্দুল মান্নান ও অ্যাডভোকেট সুজন প্রধানকে জরিমানা করা হয়। একই অপরাধে আওয়ামী লীগের এক নেতা এম এ বাসেদ ভূইয়াসহ ১৪ জনকে ১০০ টাকা করে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।