না.গঞ্জের সিটি নির্বাচন বর্জন করলেন বিএনপির সাখাওয়াত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এ ঘোষণা। ১৫ই ডিসেম্বর বুধবার দুপুরে নতুন কোর্ট এলাকার নিজের আইনজীবী চেম্বারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। একইসঙ্গে তিনি মনোনয়ন ফরম জমা না দেয়ার কথাও জানান।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, আমরা এখন সারাদেশে নির্বাচন বর্জন করছি এবং দল সেই সিদ্ধান্তে অটল আছে। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাকে জানিয়েছেন দল নির্বাচনে অংশ নেবে না এবং কেউ নির্বাচনে অংশ নিলে সেটা হবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। দল তাকে কোনো প্রকার সহযোগিতা করবে না এবং তার পাশে থাকবে না।

তিনি আরও বলেন, আমি মনোনয়ন পত্র কিনেছিলাম এবং দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছি। দলের সিদ্ধান্ত জেনে এখন বর্জন করছি। দল যদি বলে তাহলে যার পক্ষে বলবে তার পক্ষেই আমরা কাজ করবো।

অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, আমাদের মা এখন অসুস্থ। তিনি যখন সুস্থ ছিলেন তখন আমাকে প্রার্থী করেছিলেন আমি অংশ নিয়েছিলাম। এখন যেহেতু তিনি অসুস্থ তাই তার এই অবস্থায় নির্বাচনে অংশ নেওয়া তার সঙ্গে পরিহাসের সামিল।

add-content

আরও খবর

পঠিত