নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : করোনাভাইরাসের মহামারীর মধ্যেও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নারায়ণগঞ্জের সাব-রেজিস্ট্রি অফিসগুলো জুলাই মাসে ৩৯ কোটি ২১ লাখ ৩৪ হাজার ১৫০ টাকার রাজস্ব আদায় করেছে। ১৯ আগস্ট মঙ্গলবার জেলা রেজিস্ট্রার, নারায়ণগঞ্জ মো. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাসে নারায়ণগঞ্জ জেলার সাব রেজিস্ট্রি অফিসগুলোতে আদায় হয়েছে ২৬,৬২,৮৬,৮৩৫/- (ছাব্বিশ কোটি বাষট্টি লক্ষ ছেয়াশি হাজার আট শত পয়ত্রিশ টাকা মাত্র।) এবং মোট দলিল রেজিস্ট্রি করেছে ৪৩৭৪টি।
অপরদিকে, জুলাই মাসে নারায়ণগঞ্জ জেলার সাব রেজিস্ট্রি অফিসগুলোতে আদায় হয়েছে ৩৯,২১,৩৪,১৫০/- (ঊনচল্লিশ কোটি একুশ লক্ষ চৌত্রিশ হাজার একশত পঞ্চাশ টাকা মাত্র) রাজস্ব আদায় করেছে এবং মোট দলিল রেজিস্ট্রি করেছে ৮,২০১টি।
যার মধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ ৫,২১,৬৪,৪৯৩ টাকা, স্ট্যাম্প শুল্ক বাবদ ৭,১৩,৭৭,৫৪৩ টাকা, মুল্য সংযোজন কর (মুসক) বাবদ ৬৮,৭৬,৭৫২ টাকা, উৎস কর ও উৎসে আয়কর (৫৩ এফ.এফ) বাবদ অাদায় ১৪,৭৭,৯১,৪৮২ টাকা, কোর্ট ফি বাবদ আদায় ২,৯৪,৩১০ টাকা, স্থানীয় সরকার বাবদ : (জেলা পরিষদ খাত- ২,৫৯,৮১,৭১০/-, সিটি কর্পোরেশন খাত- ১,৪৫,০৯,৫৯৯/-, উপজেলা পরিষদ বাবদ-৩,১৭,২৩,৮৮৪/-, পৌরসভা কর খাত- ১,১৪,৮৪,৩৪৯/- ইউনিয়ন পরিষদ- ২,৫৯,৮১,৭১০/-, আ জি আর তহবিল খাত- ৩৯,৪৮,৩১৮/-) সর্বমোট ১১,৩৬,২৯,৫৭০/- আদায় হয়েছে।
যেখানে জুন মাসের তুলনায় রাজস্ব বেড়েছে ১২,৫৮,৪৭,৩১৫/- (বারো কোটি আটান্ন লক্ষ সাত চল্লিশ হাজার তিনশত পনেরো টাকা মাত্র) এবং দলিল বেড়েছে ৩,৮২৭টি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আইন মন্ত্রণালয়ের আওতাধীন নিবন্ধন অধিদপ্তরের অধিনে জেলা রেজিস্ট্রার, নারায়ণগঞ্জ মো. জিয়াউল হক এর নেতৃত্বে নারায়ণগঞ্জের সাব-রেজিস্ট্রার অফিস গুলোর কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও নকলনবিশদের সহযোগিতায় এই রাজস্ব আদায় হয়েছে।
এ বিষয়ে জেলা রেজিস্ট্রার, নারায়ণগঞ্জ মো. জিয়াউল হক প্রতিনিধিকে জানান, বর্তমান করোনাকালীন মহামারি সময়ে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রি ও সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কর্মকর্তা কর্মচারীগণ জীবনের ঝুঁকি নিয়ে সরকারের রাজস্ব আদায়ে তৎপর ভূমিকা পালন করেছেন। যার মধ্যে দায়িত্ব পালনকালে ৩ জন কর্মকর্তা কর্মচারী কোভিড ১৯ আক্রান্ত হয়ে ইতি মধ্যে আরোগ্য লাভ করেছেন।