না.গঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি : ৩ সদস্যের তদন্ত কমিটি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে আজ ২০শে মার্চ রবিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুর রহমান কমিটি গঠন করেন।

বিআইডব্লিউটিএর যুগ্ম সচিব . .. . বজলুর রশিদকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন : নৌপরিবহন অধিদফতরের নটিক্যাল সার্ভেয়ার এন্ড এক্সিমানার ক্যাপ্টেন আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমান বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ট্রাফিক বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম।

এর আগে দুপুর আড়াইটার দিকে বন্দর থানার আল আমিননগর ও সৈয়দপুরের মাঝামাঝি কয়লাঘাট এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামের যাত্রীবাহী লঞ্চের সঙ্গে এম ভি রূপসী মালবাহী জাহাজের সংঘর্ষ হয়। ঘটনায় ১৫ থেকে ২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি।

এদিকে, পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। একজন ৬০ বছরের বৃদ্ধ এবং অন্যজন ২৫ বছরের তরুণী তীরে এসে মারা যান বলে জানা যায়। নিহতদের মধ্যে ৬০ বছরের বৃদ্ধের নাম জয়নাল ভূঁইয়া। তবে প্রাথমিকভাবে মৃতদের মধ্যে বাকিদের নামপরিচয় জানা যায়নি।

add-content

আরও খবর

পঠিত