নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারকে (এসপি) নিয়ে আঘাত করে কথা বলা হচ্ছে। আমার কাছে কষ্ট লাগে, নারায়ণগঞ্জের প্রশাসনকে নিয়ে হয়তো আমার দলের কেউ কেউ সমালোচনা করে। ২১ই মার্চ রবিবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পঞ্চবটি এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশের মাস্ক পরিধান সচেতনতামূলক ক্যাম্পেইনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসকল কথা বলেন।
শামীম ওসমান বলেন, পুলিশ প্রশাসন এই করোনার সময় যা করেছে ওনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। নিজেদের পকেটের টাকা খরচ করে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করেছেন। তারপর আইনশৃঙ্খলা ঠিক রেখেছেন। এটার নাম লিডারশিপ। আমি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে ডিসি–এসপির কাছে ক্ষমা চাইছি। যদিও আমি এমপি, তাদের থেকে আমার র্যাঙ্ক অনেক ওপড়ে, কিন্তু আমি ক্ষমা চাচ্ছি এই কারণে আপনারা নারায়ণগঞ্জবাসীকে ভুল বুঝবেন না।
তিনি আরো বলেন, আমার মনে হয় স্বাধীনতা বিরোধীদের মুখপাত্ররা বিভিন্ন লেবাস ধরে থেকে মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার ভাই, শহীদের ভাইদের হিট করে কথা বলেন। যেহেতু নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অনেক অফিসার আছেন যারা মুক্তিযোদ্ধার পরিবার, হয়তো ওনাদের (স্বাধীনতাবিরোধীরা) কাছে মুক্তিযোদ্ধাদের বংশাবলি ভালো লাগে না, তাই তাদের হিট করে কথা বলা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, ওসি রকিবুজ্জামান,পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী, ফতুল্লা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন প্রমুখ।