নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জ ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত ঝুটের গোডাউন, দোকান সহ বাড়ি-ঘর পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার মধ্যরাতে ফতুল্লা থানাধীণ ইসদাইরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, মন্ডলপাড়া, হাজীগঞ্জ স্টেশনের আটটি ইউনিট ইতোমধ্যে কাজ করেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনই বলা যাচ্ছে না।