নাসিম ওসমান স্মৃতি সংসদের ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : গরীব অসহায় মানুষদের মাঝে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান স্মৃতি সংসদ এর পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আব্দুর রহমানের দ্যোগে ২৭ রমজান, ২৯শে এপ্রিল শুক্রবার বিকালে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে আজমেরী ওসমানের নির্দেশে এই আয়োজন করা হয়। ঈদ সামগ্রী প্যাকেটে ছিলো পোলাউর চাল, তেল, দুই লাচ্ছা সেমাই, চিনি, দুধ এবং কনক ভার্মিসিলি সেমাই।

সময় প্রয়াত সাংসদ নাসিম ওসমান এর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান এবং তার ছেলে আজমেরী ওসমান এর জন্য বিশেষ দোয়া করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন হাবিব হালিম, লোকমানপারভেজ, মাহমুদ আলী, নূর হোসেন হাজী, কাশেম, গিয়াসউদ্দিন, রফিক, সামসুল আলম, দ্বীন ইসলাম, মোশারফ, ফালান, নাছির, মাসুম, মনির, হানিফ, জাহাঙ্গির, হাসান, রহিম, পলাশ, হাসন আলীসহ এলাকার মুরুবীগণ।

add-content

আরও খবর

পঠিত