নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : ২দিন বিরতির পর আবার মাঠে গড়াল ফুটবল। এ ম্যাচেও হার এড়াতে পারেনি প্রকাশ ক্লাব। তারা রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে। ২৫ নভেম্বর রবিবার ওসমানী পৌর স্টেডিয়ামে নাসিম ওসমান স্মৃতি ১ম বিভাগ ফুটবল লীগে তারা প্রথমে এক গোলে এগিয়ে গিয়েও হার মেনেছে নারায়ণগঞ্জ স্পোটর্স একাডেমীর কাছে। খেলার প্রথমার্ধ ছিল গোলশূণ্য। আহামরি কোন খেলাই দেখাতে পারেনি দুই দলের ফুটবলাররা।
অন্যান্য দিনের তুলনায় গ্যালারীতে দর্শক ছিল তুলনামূলক ভাবে কম। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের মাথায় স্পোটর্স একাডেমীর রুবেল ও কিপার সানির ভুল বুঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে গোল করেন প্রকাশ ক্লাবের ৯ নং জার্সিধারী সবুজ ১-০। হতবাক হয়ে যায় স্পোটর্স একাডেমী। পিছিয়ে পড়ে গোল শোধের জন্য যে লড়াই তা দেখাতে পারছিল না। খেলা যত গড়াচ্ছে তত টেনশন বাড়াচ্ছে স্পোটর্স একাডেমীর বেঞ্চে। ৬৯ মিনিটের মাথায় সিফাত দলকে আশ^স্ত করেন ১-১। মিনিট এক পরেই আবার গোল পায় স্পোটর্স একাডেমী। এবার প্রকাশের জাল কাপান জাহিদ ২-১। প্রথম জয়ের স্বাদ পেতে পেতে হারের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয় প্রকাশের খেলোয়াড় ও কর্মকর্তাদের।
নারায়ণগঞ্জ স্পোটর্স একাডেমীর : সানি, স্বপন, রানা, রুবেল, আরাফাত, নাবিল, রাব্বি, জাহিদ, মিঠু (১), মিঠু ২), সিফাত।
প্রকাশ ক্লাব : হাছান, আলমগীর, কাদির, মনির, রিফাত (হাসিবুল), আজাদ (আরিফ), আতিক, সামিউল, সবুজ, দুলাল, রাজু।
রেফারী : শামিম বাবুও আইয়ুব, শাহিন ও আনোয়ার।
২৬ নভেম্বর সোমবারের খেলা : মহসিন ক্লাব ও গোদনাইল ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র(বেলা ২-৩০ মি.)
স্থান : ওসমানী পৌর স্টেডিয়াম, নারায়ণগঞ্জ ।