নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দু্স্থ্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার ২৭এপ্রিল মহানগর স্বেচ্ছাসেবক লীগের সবেক কমিটির নেতাকর্মীদের উদ্যোগে নগরীর উওর চাষাড়া এলাকায় এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাএনেতা ও মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন।
এরআগে গণমানুষের নেতা নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে। পরে ৫ শতাধিক সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, সহ আইন বিষয়ক সম্পাদক নাজমুল মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম নজরুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমির হোসেন, আফসার, রাকিবুল ইসলাম সুমন সহ আরও অনেকে।