নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : টান টান উত্তেজনার মধ্য দিয়ে দুনিরবার ষ্পোটিং ক্লাবকে ৫ উইকেটে পরাজিত করে জয় লাভ করেছে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমী। সোমবার ( ২৫ অক্টোবর ) সকালে ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় র্দুদান্ত বোলিং চালিয়ে দুনিরবার ষ্পোটিং ক্লাবের খেলোয়াড়দের একের পর এক উইকেট গুড়িয়ে দেয় নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমী।
এ বিজয়ের কথা শুনে খোলোয়ারদের অভিনন্দন জানিয়ছেন একাডেমীর উপদেষ্টা প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান। এছাড়াও খেলোয়ারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তোমারা যে উপহার আমাকে দিয়েছো। তার ধারাবাহিকতা অব্যাহত রাখবা। আমি তোমাদের জন্য সর্বাত্মরক সহযোগীতা করে পাশে থাকবো।
এ বিষয়ে নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর সাধারন সম্পাদক মাহমুদ তরিকুল ইসলাম লিমন বলেন, আমি সম্মানিত উপদেষ্টার নির্দেশে চেষ্টা করে যাচ্ছি যে কোনো মূল্যে আলহাজ্ব নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমী যেন সামনে আরো ভালো করে।