নাসিম ওসমান বন্দরের মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন : সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, নাসিম ওসমান সবসময় বন্দরের মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন। বন্দরের উন্নয়ন নিয়ে সর্বদা তিনি চিন্তিত থাকতেন। তিনি এই বন্দরে শিক্ষা ব্যবস্থার অগ্রগতি নিয়ে বিভোর থাকতেন। আমি আল্লাহর রহমতে চেষ্টা করছি আমার ভাই নাসিম ওসমানের স্বপ্ন বাস্তবায়ন করতে। ইনশাল্লাহ বন্দর আবারো প্রাচ্যের ড্যান্ডিতে পরিণত হবে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে বন্দরে নাসিম ওসমান মডেল হাইস্কুল মাঠে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়ার মাহফিলে তিনি এসব কথা বলেন।

সেলিম ওসমান আরো বলেন, বার বার বলা হচ্ছে নাসিম ওসমান আর ফিরে আসবেনা। এই কথাটা ঠিক না। নাসিম ওসমান আছেন। নাসিম ওসমানকে যদি দেখতে চান তাকিয়ে দেখেন কত বঙ্গবন্ধু কত শেখ হাসিনা-এই নাসিম ওসমান বিদ্যালয় থেকেই তারা তৈরী হবে। ভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলাই হচ্ছে আমাদের কাজ। আমরা পরিশ্রম করতে জানি। পরিশ্রম করেই আমরা ৭টি ইউনিয়নে ৭টি স্কুল তৈরী করেছি।

তিনি বলেন, মনে রাখবেন ভাল কাজ যখন করতে যাব তখন আমার পরিবার থেকেও বাধা আসবে। আপনারা সাবধানে থাকবেন উন্নয়নের ধারাবাহিকতা যেন কোন মতেই বন্ধ না হয়। নাসিম ওসমানের স্বপ্ন বাস্তবায়নে যেন বাধার সৃষ্টি না হয়। যদি আপনারা মনে করে থাকেন কোথাও নাসিম ওসমানের স্বপ্ন পূরণে ভুল থেকে থাকে আমাকে মনে করিয়ে দিবেন। আমি সেটা করার চেষ্টা করব।

জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম,এ রশিদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া, ১৮নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি পলি বেগম, জেলা শ্রমিক পার্টির সভাপতি আবুল খায়ের ভূইয়া, জেলা মহিলা পার্টির সভানেত্রী আঞ্জুমান আরা ভূইয়া, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহম্মেদ সাগর, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা, কলাগাছিয়া ইউনিনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম,এ সালাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

add-content

আরও খবর

পঠিত