নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রায়ত সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের সহধর্মীনি পারভীন ওসমান বলেছেন, আজকের এই আয়োজন আমার মরহুম স্বামী নাসিম ওসমানের জন্য । আপনারা ভালোবেসে আমার স্বামীকে স্মরণ করে তার জন্য দোআ ও মাহফিলের আয়োজন করেছেন, এর জন্য আমি এবং আমার পরিবার সকল সদস্যরা আপনাদের কাছে কৃতজ্ঞ।
বৃহস্পতিবার ( ৩মে) বাদ যোহর শহরের কলেজ রোড এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মাহ্ফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ ধরণের অনুষ্ঠানে আমি অনেক সময় যেতে চাই না। কেন না আমি নিজেকে ধরে রাখতে পারি না। নাসিম ওসমান নেই, এই কথাটা আমি আজো মেনে নিতে পারিনি। শুধুমাত্র আপনাদের ডাকে আপনাদের ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে দু:খ ভারাক্রান্ত হৃদয়ে এখানে হাজির হয়েছি। আপনারা সকলেই আমার স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশত নসিব করেন। পাশাপাশি আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে করে এভাবেই বাকী জীবন আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।
নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহাননগর শ্রমিক লীকের সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নূরে আলম, সমাজ সেবক আবুল হোসেন, জাতীয় মহিলা পার্টির নেত্রী শারমিন ইসলাম, আলেয়া বেগম, যুব সংহতি নেতা শরিফ শাহ্ প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন, কলেজ রোড জামে মসজিদের খতিব রফিকুল ইসলাম। মোনাজাত শেষে এলাকার গরীবদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।