নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডের উপদেষ্টা আজমেরী ওসমানের পক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকালে চাঁনমারী এলাকায় আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান জামে মসজিদে এ আয়োজন করা হয়। শ্রমিক কমিটির সভাপতি মো. জামাল হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডের মালিক-শ্রমিক ও মুসল্লিগণ।
এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। এছাড়াও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের রূহের মাগফিরাতসহ তার স্ত্রী পারভীন ওসমান ও পরিবারের অন্যান্য সদস্যদের জন্য বিশষে দোয়া করা হয়েছে। এতে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মনির।