নাসিক ৯নং ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণে বাধা উকিল বাড়ি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় সামাজিক উন্নয়নে রাস্তা ও ড্রেণ নির্মাণ কাজে বাধা হয়ে দাড়িয়েছে উকিল বাড়ি। নাসিক ৯নং ওয়ার্ডের রব্বানিনগর এলাকার স্থানিয়দের অভিযোগ উক্ত র্নিমাণ কাজে সহযোগীতার পরিবর্তে জায়গা না ছেড়ে উল্টো হয়রানী করছে উকিল পরিবারের লোকজন।

গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডে রব্বানিনগর এলাকায় খুব দ্রুত গতিতেই চলছে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ। তবে রাস্তা ও পয়:নিসষ্কাশনের জন্য ড্রেণ র্নিমাণ কাজটি সর্ম্পূণ হতে বাধা হয়ে আছে উকিল বাড়ি নামের একটি ঘর। স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় প্রায় ১ হাজার লোকের বসবাস এই এলাকায়। যেখানে একটি মাদ্রাসাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে।

একসময় বন্যার পানিতে কোমর পর্যন্ত ডুবে থাকতো অত্র এলাকাটি। কারণ ডিএন্ডডি বাধের ভিতরে তাদের বসবাস। সাধারন মানুষের দু:খ-দূর্দশার কথা ভেবে নারায়ণগঞ্জ সিটি করপোশেন কর্তৃপক্ষ রস্তাটির নির্মান কাজ শুরু করেছেন। এজন্য স্থানীয়রা অনেকইে নিজেদের বাড়ির দেয়াল ভেঙ্গে অখবা জায়গা ছেড়ে দিয়ে সহায়তা করছে। কিন্তু একটি পরিবার অর্থাৎ আইনজীবী পরিচয়ে গালিব তার বোন মুক্তা ও ইতি ও স্ত্রী গংরা এক ইঞ্চিও জায়গা না ছেড়ে উল্টো সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগসহ নানাভাবে তাদেরকে হয়রানী করছে বলে তারা জানায়।

এসময় স্থানিয়রা দাবী জানান, সমাজের উন্নয়নে আমরা সহযোগীতা করছি। তবে উকিল পরিবার এ কাজে বাধা সৃষ্টি করছে। এতে করে ভবিষ্যতে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হবে। অবিলম্বে এ নির্মাণ কাজে যেন কোনপ্রকার বিঘœ না ঘটে। এজন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীতা ও হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধান’কে একাধীকবার ফোন করা হলেও তিনি কলটি রিসিভ করেননি।

এ প্রসঙ্গে উকিল পরিবারের সদস্য এড. মুক্তা জানায়, আমরা রাস্তার জন্য এর আগে প্রায় সোয়া শাতাংশ জমি ছেড়েছি। আমাদের বিপরীত পাশের জমির মালিক একটুও জমি ছাড়েনি। এখন উভয়পক্ষের জমি মাপ দেয়ার পরে যদি সবাই মনে করে আমাদের আরো জায়গা ছাড়তে হবে তাহলে অবশ্যই ছাড়ব।

add-content

আরও খবর

পঠিত