নাসিক ৮নং ওয়ার্ডে ইট, বালু আর দোকানীদের দখলে সড়ক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ইট, বালু আর দোকানীদের দখলে সিদ্ধিরগঞ্জের ভোকেশনাল সহ বিভিন্ন শাখা সড়ক। নাসিক ৮ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হাজিগঞ্জ, পাঠানটুলি গোরস্থান হয়ে এই সড়কটি সংযুক্ত হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাথে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে রয়েছে বিভিন্ন বড় ব্যবসা প্রতিষ্ঠান সহ স্কুল, কলেজ ও মাদ্রাসা। প্রতিদিনই এ পথে যাতায়াত করে থাকে হাজারো পথচারী ও যানবাহন। তবে সড়কের পাশে অবৈধভাবে দখলে রাখা দোকান ও নির্মাণ সামগ্রী ফেলে রাখায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের।

সরেজমিনে দেখা গেছে, এসব সড়কগুলোর আশপাশেই রয়েছে শতাধিক টং দোকান। যারা সড়ক দখল করেই তাদের ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন পন্যের পসড়া সাজিয়ে বসেছে। এছাড়াও ক্রেতাদের জন্য চেয়ার টেবিলও বসিয়ে দেয়া হয়েছে সড়কের উপর।  শুধু তাই নয় , কিছু দূর আগালেই পদে পদে দেখা যায় সড়ক বন্ধ করেই ভ্যানে করে বিক্রি করা হচ্ছে নানা রকমের ফল ও তরিতরকারী। তাছাড়াও ভবন নির্মাণের জন্য ইট, বালু, সিমেন্ট তো রাখছেই। পাশাপাশি দিনের বেলায়  ট্রাক প্রবেশ করিয়ে মালামালা উঠানামা করায় চরম জায়গা সংকটের সৃষ্টি হয়েছে সড়কটিতে। এতে করে যানজট ও জনজটে দুর্ভোগের শিকার হতে হয় চলাচলকারী মানুষের।

এ প্রসঙ্গে জানতে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লাকে তার ব্যবহৃত নাম্বারে একাধিকবার কল দেয়া হলে সংযোগ স্থাপন না হওয়ায় এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।

add-content

আরও খবর

পঠিত