নাসিক ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ভোটের লড়াইয়ে প্রস্তুত তারা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশেন নির্বাচনকে ঘিরে সরব প্রতিটি ওয়ার্ড এলাকা। বিভিন্নস্থানেই ইতমধ্যে এ নিয়ে ব্যস্ত সময় পার করছে সাধারণ কাউন্সিলর প্রার্থীগণ। আর এবারের নির্বাচনে তাদের সাথে পাল্লা দিয়ে প্রচার-প্রচারণা ও সামাজিক কর্মকান্ডেও এগিয়ে যাচ্ছেন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর। এমন পর্যালোচনায় নাসিকের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে নির্বাচনী লড়াইয়ে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য নারী কাউন্সিলর পদ প্রার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, উল্লেখিত ওয়ার্ডগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি করতে দিন যত যাচ্ছে বাড়ছে সম্ভাব্য নারী কাউন্সিলর পদ প্রার্থীর সংখ্যাও। নির্বাচনী আলোচনায় সরগরম হয়ে উঠেছে অলিগলির চায়ের দোকান। আপাতত সম্ভাব্য নারী কাউন্সিলর প্রার্থীদের তেমন একটা ভোট চাইতে না দেখা গেলেও দোয়া চাইতে যাচ্ছে ভোটারদের দোয়ারে। তাছাড়া নানা সামাজিক কর্মকান্ডে সাধারণ মানুষের মন জয় করতে সেবামূলক কাজ করে যাচ্ছে। ইতমধ্যে সংরক্ষিত ওয়ার্ডের নারী প্রার্থীদের পোস্টার, ব্যানার শোভা পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকজুড়ে। মাঝে মধ্যে দল বেঁধে প্রচার-প্রচারণাও সেবামূলক কাজের ছবিও লক্ষ করা যায়। প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি দলীয় সমর্থনবঞ্চিত হলে অনেকেই প্রার্থী হবেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

বর্তমানে নাসিকের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে নারী কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন আয়শা আক্তার দিনা। যিনি বিএনপি রাজনীতির সাথে জড়িত। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর মহিলাদলে যুগ্ম আহবায়ক হিসেবে পদও রয়েছে তার। ইতমধ্যে তার প্রতিদ্বন্দ্বি হিসেবে বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে তারা হলো: সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক রেহেনা পারভিন, তাসনুভা নওরীন ইসলাম ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক শারমিন শাকিল মেঘলা এবং শিউলি আক্তার।

এদিকে নির্বাচনকে ঘিরে সাবেক কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেহেনা পারভিনও নিরবে কাজ করে যাচ্ছেন। তার সমর্থিত লোকদের কাছে জানা গেছে, তিনি এখনো কোন সিগন্যাল পান নি। বিধায় নিজেও কোন সিগন্যাল দেন নি। আপাতত এলাকায় এলাকায় গিয়ে জনসর্মথন নিয়ে কাজ করে যাচ্ছেন। সময় হলেই আনুষ্ঠানিকভাবে জানান দিবেন।

অন্যদিকে তাসনুভা নওরীন ইসলাম ভূইয়া এবং শিউলি আক্তার এরআগেও পোস্টার ব্যানার করে জানান দিলেও পরবর্তিতে আর তেমন একটা দেখা যায়নি। এবারো তারা নির্বাচন করতে পারে বলে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন। তবে নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত অবস্থানই বোঝা যাবে। কে হতে পারে আসন্ন নির্বাচনে নাসিকের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে নারী কাউন্সিলরদের শক্তিশালী প্রার্থী।

সবশেষে যাদের মধ্যে খুব জোড়েসুরেই আধঘাট বেঁধে সমাজসেবা ও প্রচারণায় কাজ করে যাচ্ছেন যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক শারমিন শাকিল মেঘলা। ইতমধ্যে নতুন প্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরগরম হয়ে উঠেছে তার নাম। মেঘলা সিদ্ধিরগঞ্জ গোদনাইলের একজন যুব মহিলালীগ কর্মী। এছাড়াও নারী উদ্যোক্তা হিসেবেও তার একটা ভালো পরিচিতি রয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী এমপি শামীম ওসমানের জন্য বিভিন্নসন্থানে ব্যপক প্রচারণা চালিয়েছেন তিনি। এতে সাংসদ শামীম ওসমানের কাছেও বেশ আস্থা অর্জন করেছেন মেঘলা। সেদিক থেকে অনেকেই বিবেচনা করছেন মেঘলা শামীম ওসমানের সমর্থণেই এ নির্বাচনে অংশ নিবেন। স্থানীয়ভাবে চাউর হয়েছে, বিএনপি দলীয় নারী কাউন্সিলরকে আউট করতে মেঘলা হবে এবারের ট্রাম কার্ড।

add-content

আরও খবর

পঠিত