নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলা সমাজসেবা অফিস ও নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় আয়োজিত বয়স্ক ও অস্বচ্ছল প্রতিবন্ধিদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহীমসদিস্থ নগর মাতৃসদনের ৫মতলা হলরুমে এ ভাতা বহি বিতরণ করা হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম মুক্তার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তার হোসেন বলেন, আপনাদের জীবনের শেষ সম্বল এই ভাতা বহি। এই বহি আপনাদের আমানত। এটা রক্ষানাবেক্ষন করার দায়িত্ব অপনাদের। এমন একটা সময় আসবে আপনাদের এই ভাতা বহি অনেক মূল্যবান হয়ে যাবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার আপনাদের বৃদ্ধ বয়সে জীবনযাত্রা স্বাচ্ছন্দে কাটানোর জন্য এই বয়স্কভাতা ও প্রতিবন্ধিভাতার সুবিধার নিয়মগুলো চালু করেছেন। এই সরকারকে আপনাদের স্বাগত জানানো উচিৎ। এমন একটা সময় আসবে আমরা ভাতা বহি দেয়ার লোক খুজে পাব না।
তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলেন, সর্বকালের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা মাতৃভূমিকে রক্ষা করতে স্বাধীনতা যুদ্ধে জীবন বাজী রেখে ঝাপিয়ে পড়েছিল। ৯মাস আপ্রান যুদ্ধের বদৌলতে তারা দেশকে শত্রুমুক্ত করে স্বাধীণ দেশে রুপান্তরিত করেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধাদের সম্মান দিয়েছে। তারা এখন ভাতা পাচ্ছে। ৩ শ টাকা ভাতা থেকে এখন ১২হাজার টাকা পাচ্ছে তারা। এই বর্তমান সরকারের জন্য আপনারা দোয়া করবেন। পর্যায়ক্রমে দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা এর সুফল ভোগ করতে পারবেন।
নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা নাজিম মাষ্টার, জালাল উদ্দিন জালু, বাদশা মিয়া, আওয়ামী লীগনেত্রী রাশিদা বেগম, বন্দর ইউনিয়ণ যুবলীগ সভাপতি আলী হোসেন, নবিল মিস্ত্রি, সমাজসেবা সহকারী কর্মকর্তা সারোয়ারী বেগম প্রমূখ।
পরিশেষে নাসিক ২১নং ওয়ার্ডে ৯৮ জন বয়স্ক ও ৩০জন প্রতিবন্ধিসহ মোট ১শ ২৮ জনের মাঝে এ ভাতা বহি তুলে দেওয়া হয়।