নাসিক ১৬নং ওয়ার্ডে খাদ্য ফেরি করে ঘুরেছেন তাঁরা !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত আল রহমান লিংকন ) : নারায়ণগঞ্জে করোনা মোকাবিলায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন একই এলাকার দুইবন্ধু। সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া নিম্মবিত্ত ও মধ্যবিত্তদের জন্য খাদ্য ফেরি করে ঘুরছেন তাঁরা। এদের একজন স্থানীয় কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল এবং অপরজন বিকেএমইএ পরিচালক ও সৃষ্টি ফ্যাশনের সত্ত্বাধীকারী মো. কবির হোসেন। গত কয়েকদিনে ধরে চলমান এমন র্কমকান্ডে বেশ প্রশংসিত হয়েছেন তাঁরা দুইজন।

করোনা মোকাবিলায় বিশেষ করে মধ্যবিত্তদের সংগী হতেই জনপ্রতিনিধি না হলেও বন্ধুর সান্নিধ্যে থেকে উৎসাহ নিয়ে কাজ করছেন মো. কবির হোসেনও। বাড়িতে বসেই নিজ স্বেচ্ছাসেবীদের নিয়ে নিরলশ প্যাকেট তৈরীতে পার করছে দিবারাত্রি। এরপর ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকার বাড়িতে। দরজায় কড়া নেড়ে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিচ্ছেন খাদ্য সমাগ্রী। তবে কখন কার বাসায় দেয়া হচ্ছে জানছেন না কেউই। এতে নিত্যান্তই খুশি এলাকাবাসী।

এ বিষয়ে শেখ নাজমুল আলম সজল বলেছেন, মানুষ মানুষের জন্য। আমি জনপ্রতিনিধি হয়েছি মানুষের সেবা করার জন্য। আমার ওয়ার্ডবাসীর সেবা করাই এখন আমার কর্ম, অন্য কিছুই নয়। করোনা মেকারবিলায় নিরালশ কাজ করে যাচ্ছেন মানবতার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরকারী নির্দেশনা অনুযায় কাজ করছি।  কেউ না খেয়ে থাকবেনা। সেভাবেই আমরা পরিশ্রম দিচ্ছি।

এব্যপারে বিকেএমইএ পরিচালক কবির হোসেন জানায়, যে ক্ষুর্ধাথ সেই কিন্তু ক্ষুধার জ্বালাটা বুঝে। কোন মানুষই কিন্তু পেটে ক্ষুধা না থাকলে বাহিরে এসে হাত পাতে না। সকল বিত্তবানদের অনুরোধ করবো আপনারা আপনাদের এলাকায় নিশ্চুপে মধ্যবিত্তদের বাড়িতে খাদ্য পৌছে দিবেন। এখন কোন রাজনীতি নয়। মানবতার দিকে তাকিয়ে সবাই সবাইকে সহযোগীতা করবেন।

add-content

আরও খবর

পঠিত