নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ডে দুটি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১৭ই ফেব্রুয়ারি বুধবার সকালে ভূঁইয়ার বাগ নাজির হাজী গলি এবং আলফাজ প্রধানের বাড়ি হতে বিল্লাল হোসেনের বাড়ি পর্যন্ত সাড়ে ৩১ লাখ টাকা ব্যায়ে দুটি রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও নাসিক ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি এবং নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান।
রাস্তা উদ্বোধনকালে শারমিন হাবিব বিন্নি বলেন, ১৪নং ওয়ার্ডবাসী কে যে প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলাম, আল্লাহর অশেষ রহমতে তা পূরণ করতে পেরেছি। ভবিষ্যতেও এই কাজের ধারা অব্যাহত থাকবে। যে কোন পরিস্থিতিতে জনগণের পাশে থেকে তাদের সেবা করার জন্য আমি বদ্ধ পরিকর। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।