নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নাসিক ১৩ নং ওয়ার্ডে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ৫ই জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় গলাচিপা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না’গঞ্জ মহানগর আ.লীগের সহ সভাপতি রবিউল হোসেন, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, বিশেষ বক্তা হিসেবে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান সুজন চৌধুরী, সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, সহ সভাপতি ফরিদ হোসেন ফাহিম সহ সভাপতি আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক অতাউর রহমান নান্নু, যুগ্ম সাধারন সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক ফরহাদ রেজা, প্রচার সম্পাদক মিজানুর রহমান সজিব, দপ্ত সম্পাদক নাজিম মৃধা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ সদস্য সায়েক শহীদ রেজা এবং অনুষ্ঠানটির উপস্থাপনা করেন সায়েম শহীদ রেজা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড ছাত্রলীগ কর্মী সিজান, সাইদুল, হাসীব, শান্ত, শাহাদাৎ জোবোয়ের, অভিজিত, জাকির, মাসু, আভিজিত, শান্ত, রাব্বী, সাব্বির, আরিফ, সনি, প্রমুখ।