নাসিক প্যানেল মেয়র বিভা, মতি, মিনু র্নিবাচিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচনে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি বিনা প্রতিদ্বন্দীতায় প্যানেল মেয়র- (২) নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আফরোজ হাসান বিভা প্যানেল মেয়র- (১) নির্বাচিত হয়েছেন। এবং প্যানেল মেয়র (৩) নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মিনোয়ারা বেগম মিনু।

বুধবার ২৭ সেপ্টেম্বর দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাসিক সভা শেষে এজেন্ডা অনুযায়ী প্যানেল মেয়র নির্বাচনে কাউন্সিলরদের ভোটে বিভা ও মিনু  জয়ী হন। সভার সভাপতিত্ব মেয়র ডা. সেলিনা হায়ৎ আইভী। প্যানেল মেয়র নির্বাচিত হন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ২৭টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৯ কাউন্সিলরসহ মোট ৩৭ জনের ভোটে।

জানা গেছে, নির্বাচনের আগ মূহুর্তেও প্যানেল মেয়র ২ পদে নির্বাচনে ইচ্ছুক সাংসদ শামীমের আস্থাভাজন মতিউর রহমান এর বিরুদ্ধে জোর লবিং এর গুঞ্জন শোনা যাচ্ছিল। এক্ষেত্রে শামিম পন্থি হওয়ায় নির্বাচনে তাকে নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেন। তবে কাউন্সিলর মতিউর রহমান মতি নির্বাচনে জয় নিয়ে আশাবাদি ছিলেন।

এদিকে, প্যানেল মেয়র-২ পদে মতির সঙ্গে সাবেক এমপি গিয়াসউদ্দিনের ছেলে ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাদরিল প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে একাধিক সুত্রে গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত তিনি আগ্রহ প্রকাশ না করায় মতি সহজেই নির্বাচিত হন। মতিউর রহমান মতির এ বিজয়ে সিদ্ধিরগঞ্জবাসী ও থানা আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইতে থাকে। নগর ভবনসহ নাসিক ৬ নং ওয়ার্ডে মতির সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।

এ নির্বাচনে নারী প্যানেল মেয়র কোটা থাকতেও বিভা সরাসরি প্যানেল মেয়র-১ এ প্রতিদ্বন্দ্বী হওয়ায় তাকে নিয়ে ছিল নানা আলোচনা সমালোচনা সহ নানা কুৎসা রটতে থাকে। তবে সব সংশয় কাটিয়ে অবশেষে বিজয়ই হন আফরোজা হাসান বিভা।তিনি পেয়েছেন ১৬ ভোট। প্রতিদ্বন্দ্বী ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ৫ ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল করিম বাবু পেয়েছেন ১৩ ভোট।

এদিকে প্যানেল মেয়র (৩) নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মিনোয়ারা বেগম মিনু এরা দুজনই আইভীর খুব আস্থাভাজন। এ পদে তিনজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তারা হলেন মিনোয়ারা বেগম মিনু ১৪টি ভোট, শারমিন হাবিব বিন্নী ১৩টি ভোট ও আয়েশা আক্তার দিনা ৮টি ভোট পান। মেয়র আইভীর দেয়া ১টি ভোটের ব্যবধানে ১৪ ভোটে জয়ী হন মিনোয়ারা বেগম মিনু।

add-content

আরও খবর

পঠিত