নাসিক নির্বাচন নিয়ে আওয়ামী দলাদলী হাস্যকর- আবু হাসান টিপু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক কমিটির অন্যতম নেতা ও নারায়ণগঞ্জ জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, জনগণকে উপেক্ষা করে নাসিক নির্বাচন নিয়ে আওয়ামী দলাদলী ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য হাস্যকর। তিনি বলেছেন, আইভী না আনোয়ার কে বড় আওয়ামীলীগার যেন সেটা প্রমাণ করতে পারলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাসিক নির্বাচনে মেয়র হওয়া যাবে, ক্ষমতাসীনদের এনিয়ে দম্ভোক্তিরও শেষ নেই। অথচ প্রতিযোগিতাহীন এবং বিনাভোটে এক পাতানো নির্বাচনে রাষ্ট্র ক্ষমতা দখলে রাখা ক্ষমতাসীনদের যে মাটির নিচ থেকে মাটি সরে গেছে; সে দিকে তাদের কোন খেয়াল নেই। তিনি বলেন, দেশে সুষ্ঠ নির্বাচন হলে তাদের অধিকাংশেরই জয় তো দুরের কথা জামানত পর্যন্ত ফেরত পাবেন না। মঙ্গলবার ১৬ আগষ্ট পুরাতন র্কোট কালিবাজার  পার্টির পুরাতন জেলা কার্যালয়ে রাশিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টির সম্পাদক মন্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।

আবু হাসান টিপু আরও বলেছেন, যে কোন কিছুর বিনিময়ে নিজেদের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার ঘোষনায় নারায়ণগঞ্জবাসী তার ভোটাধিকার নিয়ে রিতিমত সংকিত। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলেও দেশবাসীর সাথে চরম বিশ্বাস ঘাতকতা করে ইতোমধ্যেই তারা জনগণের ভাত ও ভোটের অধিকার হরণ করার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সংসদ থেকে ইউপি নির্বাচনসহ সর্বস্তরে তারা জনগণের ভোটাধিকার হরণের যে সংস্কৃতি চালু করেছে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সত্যিই তা ভয়াবহ। তিনি বলেন, নাসিক নির্বাচন নিয়ে আওয়ামী দু-পক্ষের দম্ভোক্তি নারায়ণগঞ্জেও ভোট ডাকাতি, কেন্দ্র দখলসহ দলীয় কেডার মাস্তান দিয়ে ভোট কেন্দ্র নিয়ন্ত্রন করার পূর্বাবাস বলে অনেকেই মনে করছে।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচনের দাবী করে তিনি আরও বলেন, সকল দলের অংশ গ্রহন নিশ্চিত করার লক্ষ্যে নাসিক নির্বাচনে লেভেল প্লেইন ফিল্ড তৈরী করতে হবে। অন্যথায় নারায়ণগঞ্জের জনগণের প্রতিরোধ আন্দোলনের মধোদিয়ে সরকার পতনের আন্দোলন তরান্বিত হওয়ার সমূহ সম্ভাবনা বয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির অন্যতম নেতা শহিদুল আলম নাননু, হাবিবুর রহমান আঙ্গুর, জাহাঙ্গীর খোকন, শ্রমিকনেতা মোক্তার হোসেন, আইউব আলী, মুক্তা বেগম প্রমূখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত