নাসিকের দোকান বিক্রিতে প্রতারণার দায়ে আ.লীগ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জমিতে দোকান বরাদ্দের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে আওয়ামীলীগ নেতা ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর ফুফাতো ভাই সানোয়ার তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৫ই এপ্রিল সোমবার সকাল ১০টার দিকে প্রতারণার মামলায় নিজ বাড়ির সামনে থেকে ফতুল্লা থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত সানোয়ার তালুকদার নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহকারী দপ্তর সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ফুফাতো ভাই বলে জানা গেছে।

ভুক্তভোগী হোসিয়ারী ব্যবসায়ী খবির আহাম্মদ বলেন, আমার কাছে নারায়ণগঞ্জ সদর থানা সংলগ্ন সিটি কর্পোরেশনের জমির উপরের একটি দোকান আম মোক্তারনামা দলিলমূলে প্রায় ৪০ লাখ টাকা দামে বিক্রি করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ফুফাতো ভাই ও মহানগর আওয়ামীলীগের সহকারি দপ্তর সম্পাদক সানোয়ার তালুকদার। ৩ বছর দোকান ব্যবসা পরিচালনার পর সম্প্রতি সিটি কর্পোরেশন ওই দোকানটি বিনা নোটিশে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। এতে আমার ব্যবসার বকেয়া টাকা উঠাতে পাড়ছি না। পাশাপাশি দোকানে থাকা মালামাল গুলোও নষ্ট হয়ে যাচ্ছে। এখন অনেকটাই নি:শ্ব হয়ে পড়েছি। কোন প্রতিকার না পেয়ে আদালতের শরণাপন্ন হই।

এদিকে, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, আসামী সানোয়ার তালুকদারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত