নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আড়াইহাজার উপজেরায় নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম আজাদ। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারক রুহুল কুদ্দুস ও খন্দকার দিলারুজ্জামানের বেঞ্চে শুনানী শেষে আদালত অভিযোগপত্র প্রদান পর্যন্ত আজাদকে স্থায়ী জামিন প্রদান করেন। আজাদের পক্ষে শুনানীতে অংশ নেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন।
জামিন পেয়ে নজরুল ইসলাম আজাদ নেতাকর্মীদের জানান, পুরো দেশটাই একটা কারাগার আর সেই কারাগারের একের পর এক আসামী হচ্ছেন বিএনপি নেতারা। আমাদের এসব মামলা মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে। সরকার যে ভারসাম্য হারাচ্ছে তার প্রমাণ এসব মামলায় প্রমাণিত হচ্ছে। এসব ভুতুড়ে মামলা। কারণ ঘটনাস্থলে আমি ছিলাম না। অথচ মামলা দেওয়া হলো।
জানা গেছে, গত ২৪ আগস্ট বিকেলে উপজেলার পাঁচরুখীতে নজরুল ইসলাম আজাদের বাড়িতে বাড়িতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য সুস্থ্যতা কামনায় আয়োজিত অনুষ্ঠানে হানা দেয় পুলিশ ও অনুষ্ঠান বানচাল করে দেয়। ওই সময়ে সেখান থেকে তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পরে ২৫ আগস্ট সকালে আড়াইহাজার থানার এস আই আবুল কাশেম বাদী হয়ে অবৈধভাবে সংঘঠিত হয়ে শান্ত রাজনৈতিক পরিবেশকে অশান্ত করার চেষ্টা ও নাশকাতর অভিযোগে একটি মামলা করেন।
মামলায় মামলায় গ্রেফতারকৃত তিনজন সহ নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সহ সভাপতি লুৎফর রহমান আবদু, সাদেক, সুন্দর আলী, ইকবাল, নাঈম, সালাউদ্দিন, মজিবুর, আবদুল মতিন সহ ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩৫ জনকে আসামী করা হয়েছে। মামলায় আজাদকে নাশকতাকারীর মূল হোতা উল্লেখ করা হয়েছে। এর আগে ২৩ আগস্ট আড়াইহাজারের আরো একটি মামলায় আজাদ ও তার অনুগামীদের আসামী করা হয়।