নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ চাষাড়া বাঁধন কমিউনিটি সেন্টারে ফেইসবুক গ্রুপ নারায়ণগঞ্জ নারী উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে নারীদের স্বাবলম্বী ও আত্নকর্মসংস্হানে উদ্ভুদ্ব করার জন্য ৭ও৮ই অক্টেবর দু দিন ব্যাপি চাষাড়া বাঁধন কমিউনিটি সেন্টারে শারদ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় দেশী বিদেশী পন্য সহ প্রায় পন্চশটির উর্ধে বিভিন্ন স্টল রয়েছে।মেলার উদ্যোক্তা সাবরিনা রহমান ও সাহতাজ মুনমুন এর সাথে কথা বলে যানা যায় তাহারা এ গ্রুপ সংগঠনের আয়োজনে এ পর্যন্ত ৩টি মেলা ইতোপূর্বে পরিচালনা করেছেন এটা তাদের আয়োজিত ৪র্থ মেলা।তারা এডমিল প্যানেলে ৬জন পরিচালনায় রয়েছেন।তারা চান আগামিতে আরো বিভিন্ন মেলার আয়োজন করতে। তাদের লক্ষ্য হলো নারীদের জীবনমান উন্নয়ন করা।
মেলায় অনেক ক্রেতার আনাগোনায় মেলাটি আন্দনমুখর পরিবেশ দেখে অনেকেই খুশি। বরাদ্দ নেয়া স্টল নারীরাও বাহারি পণ্য বেচাঁয় ব্যস্ত। স্টল বরাদ্দ নেয়া ষ্টাইলিশ ফুটওয়্যার এর পরিচালক সামিয়া রহমান,এিনয়না এর পরিচালক পূজা সরকার ও সুলতান আটিস্ট ডিম এর পরিচালক সুলতানা আক্তার এদের সাথে কথা বললে তারা বলেন, আমাদের এ মেলা আয়োজকদের সাদুবাদ জানাই আমরা। কেননা তাদের আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের পণ্য মেলায় বিক্রি করার সুযোগ পাচ্ছি তেমনি আমরা আরো কর্মমুখী কাজের প্রতি উৎসাহি হচ্ছি। আমরা আমাদের পণ্য বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হচ্ছি। আমাদের এ নারী উদ্যোগী আয়োজন আরো প্রসার লাভ করুক আমরা এটাই চাই।সকাল ১০টা হতে রাএ ১০ পযন্ত এ মেলার সময়সূচী অনুযায়ী চলবে।