নারীদের সম্মান নিশ্চিত তখনই হবে যখন মূল ধারায় সংযুক্ত হবে : পারভীন ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ( স্টাফ রিপোর্টার ) :  প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিনী পারভিন ওসমান বলেছেন, এই ঈদ মেলা নি:সন্দেহে নবীণ নারী উদ্যোক্তা ও অন্যান্যদের জন্য বিশেষ প্রাপ্তি। আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি, বাস্তবায়ন কতটুকু করি। তাই নারীর যথার্থ ক্ষমতায়ন বা সম্মান নিশ্চিত তখনই হবে যখন নারীদের সর্ব বিষয়ে সুযোগ প্রদানের মাধ্যমে মূল ধারার সাথে সংযুক্ত করা হবে। এই যে তিন দিনব্যাপী একটি মেলা এটি অবশ্যই আমাদের নারীদের উৎসাহিত করার একটি অন্যতম প্লাটফর্ম। এখান থেকেই অন্যান্যরা নানা মূখী উদ্যোগ গ্রহনে অনুপ্রাণীত হবে বলে আমি বিশ্বাস করি।পাশাপাশি আমাদের এই নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য যারা এই মেলার স্পন্সর হয়েছে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। ১৬ জুলাই মঙ্গলবার  বিকালে নগরীর চাষাড়াস্থ হাসনাত স্কায়ারের ৭ম তলায় দ্যা গ্র্যান্ড হল রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে গাজি ইভেন্ট ঈদ মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেক কাটার মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষনা করা হয়।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান এর পুত্রবধু সাবরিনা ওসমান জয়া ও নাতী আরহাম ওসমান আলিফ। তিনি আরো বলেন, আমি একজন পুরোদস্তর গৃহিনী, কিন্তু যখনই আমি তোমাদের মতো নারী উদ্যোক্তাদের দেখি তখন আমার মনে হয় আমিও কিছু একটা করি। আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী, আমাদের জাতীয় সংসদের স্পীকার একজন নারী। আমরা এখন যেখানেই যাই না কেন প্রতিটি সেক্টরেই কিন্তু এখন পুরুষদের সাথে তালে তাল মিলিয়ে সমান ভাবে এগিয়ে চলছে আমাদের দেশের নারীরা। আমি এবং আমার পুত্রবধু জয়া সব সময় তোমাদের পাশে থাকবো। তোমাদের যখনই দরকার হবে আমাদের জানাবে, আল্লাহ যতটুকু সামর্থ দিয়েছেন আমরা আমাদের সাধ্যমতো তোমাদের পাশে এসে দাড়াবো। তাছাড়া আমি সমাজে যারা বিত্তবান রয়েছেন তাদের প্রতিও আহ্বান জানাচ্ছি তারা যেন এই নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে তাদের বিভিন্ন প্রোগ্রামে পাশে এসে দাড়ায়। এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক মহিলা পার্টির নেত্রী শারমিন ইসলাম, মহিলা নেত্রী ডলি, জাপা নেতা মো.শরীফ, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাৎ হোসেন রুপু, মহানগরের সভাপতি শাহ আলম সবুজ, শিক্ষানবিশ আইনজীবী মিথাইল, আব্দুল কাদির, তৈমূর প্রধান সহ অন্যান্যরা।উল্লেখ্য, এ ঈদ মেলাটি আগামী ১৬, ১৭, ১৮ জুলাই সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সকল শ্রেণীর মানুষের জন্য উন্মোক্ত থাকবে। এছাড়াও মেলায় আমন্ত্রিত ব্যাক্তিবর্গ ও শুভাকাঙ্খীদের জন্য আরো যা থাকছে- ফ্রি ফটোশুট (৩ দিন), ১৭ জুলাই মেলার ২য় দিন থাকবে ব্রাইডাল শো এবং মেলার ৩য় দিন ১৮ জুলাই কনসার্টে উপস্থিত থাকবেন বর্তমানের জনপ্রিয় সংগীত শিল্পী শাহরিয়ার রাফাত।

এই জনপ্রিয় শিল্পীকে এর আগেও নারায়ণগঞ্জ এর সরকারি তোলারাম কলেজ এর নবীন বরণ অনুষ্ঠানে দেখা গিয়েছিল। সেখানে তিনি তার সুরের মোহনায় ভক্তদের মাতিয়ে গিয়েছিল। এই শহরে রয়েছে তার অসংখ্য ভক্তবৃন্দ। সকল ব্যাক্তিবর্গ ও শুভাকাঙ্খীবৃন্দ সহ জনপ্রিয় সংগীত শিল্পী শাহরিয়ার রাফাত ভক্তবৃন্দকে ৩ দিন ব্যাপী এই ঈদ মেলায় আসার আমন্ত্রণ জানিয়েছে গাজী ইভেন্ট।

গাজী ইভেন্ট প্লাানের আয়োজনে ঈদ মেলার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে : অনলাইন সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা , সাপর্টিং গ্রুপ : গার্লস নেটওয়ার্ক ও গার্লস ইউনিটি অফ নারায়ণগঞ্জ।

add-content

আরও খবর

পঠিত